
মডেলিং দিয়ে শুরু করে শোবিজ, টিভি ধারাবাহিক— ধাপে ধাপে বড় পর্দায় পা রাখেন স্বস্তিকা দত্ত। ওপার বাংলার ৩১ বছর বয়সী এ নায়িকা বেছে বেছে নানা ধরনের চরিত্র নিচ্ছেন। কখনও থাকছেন ভৌতিক ছবিতে, কখনও আদ্যপান্ত প্রেমের সিরিজে।
‘পারব না আমি ছাড়তে তোকে’ খ্যাত এই তারকাকে নিয়ে এবার নতুন খবর, অভিমন্যু মুখার্জির ত্রিকোণ প্রেমের সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে অভিনয় করছেন তিনি। শুরু হয়েছে শুটিংও। এমন সময়ে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাকে প্রশ্ন করা হয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ নিয়েও।
ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে নায়িকাদের খোলামেলা পোশাক, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়— এটা ইন্ডাস্ট্রির অলিখিত ‘নিয়ম’! এক্ষেত্রে স্বস্তিকা কী করবেন?
উত্তরে এই অভিনেত্রী জানিয়েছেন, গল্পের প্রয়োজন হলে তবেই খোলামেলা পোশাক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে রাজি হবেন। তবে তার আগে শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেবেন।
তিনি উদাহরণ টেনে বলেন, “মিমি চক্রবর্তীকে ‘রক্তবীজ টু’ সিনেমায় বিকিনিতে দেখেছেন। নিজেকে তৈরি করে তবেই এই দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছেন মিমিদি। আমিও এটাই করব।”
১৪ বছর ধরে টালিউডে কাজ করা এই অভিনেত্রী আরও জানান, টিকে থাকতে হলে ভেবে চলতে হয়, অতিরিক্ত বাছবিচার করলে কাজের সুযোগ হারায়।
ছোট পর্দায় তার নায়িকা চরিত্র জনপ্রিয় হলেও বড় পর্দায় খলচরিত্রেও দর্শক প্রশংসা করেছেন। স্বস্তিকা জানান, এই জন্যই তিনি একঘেয়ে চরিত্রে অভিনয় করতে চান না।
ত্রিকোণ প্রেমের সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে স্বস্তিকার বিপরীতে দুই নায়ক গৌরব চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত। পরিচালনায় অভিমন্যু মুখোপাধ্যায়। বিশ্বকর্মা পূজার আগের দিন থেকে শুটিং শুরু করেছেন।
মন্তব্য করুন