
		প্রযোজনা সংস্থা ভাইজয়ন্তী মুভিজ এর একটি ঘোষণায় তোলপাড় শুরু হয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতে। ব্লকবাস্টার সায়েন্স ফিকশন ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র বহু প্রতীক্ষিত সিক্যুয়েলে থাকছেন না অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই খবরটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে প্রযোজনা সংস্থাটি।
বহু মাস ধরে দীপিকার এই ছবিতে থাকা না থাকা নিয়ে জল্পনা চলছিল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভাইজয়ন্তী মুভিজ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে দীপিকা কল্কি’র সিক্যুয়েলে অংশ নিচ্ছেন না। গভীর বিবেচনার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ছবিটির জন্য দীর্ঘ পথ একসাথে চলার পরও আমরা একটি অংশীদারিত্ব খুঁজে পেতে ব্যর্থ হয়েছি। আমরা তার ভবিষ্যতের কাজের জন্য শুভকামনা জানাই’।
বিবৃতিতে ‘প্রতিশ্রুতি এবং অংশীদারিত্ব খুঁজে পেতে ব্যর্থ’ হওয়ার মতো শব্দগুলো ব্যবহার করায় দীপিকার প্রস্থানের পেছনের কারণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। গত কয়েক মাস ধরে খবর বেরিয়েছিল অভিনেত্রী এবং নির্মাতাদের মধ্যে সৃজনশীল পার্থক্য এবং সময়সূচী নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। এই জল্পনাগুলো প্রায়শই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার ছবি ‘স্পিরিট’ থেকে তার প্রস্থানের সঙ্গেও যুক্ত ছিল সেখানেও তার সহ-অভিনেতা ছিলেন প্রভাস।
কিছু প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে প্রথম সন্তানের মা হওয়ার পর দীপিকা কাজের একটি নির্দিষ্ট সময়সূচী চেয়েছিলেন। শোনা গিয়েছিল পেশাগত ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে তিনি প্রতিদিন আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি ছিলেন না। যদিও শুরুতে এই খবরগুলোকে ‘কল্কি ২৮৯৮ এডি’ এর ঘনিষ্ঠ সূত্রগুলো গুজব বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ভাইজয়ন্তী মুভিজের সাম্প্রতিক বিবৃতিটি সেইসব সমস্যার ইঙ্গিত দিচ্ছে।
‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে এলেও দীপিকা এখনো বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন তারকা। শাহরুখ খানের ‘কিং’ এর মতো বড় কিছু প্রকল্পে এখন কাজ করছেন
মন্তব্য করুন