
চরিত্র নিয়ে সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সিনেমায় ওভার-দ্য-টপ ভূমিকা পালন করার জন্য সবসময়ই বিখ্যাত রণবীর সিং ৷ এতে অনুরাগীরার বেশ খুশি। রণবীর সিং মানেই নতুন লুক নতুন ফ্যাশন। প্রতিটি সিনেমায় ভিন্ন ধরনের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেন বলিউডের এই ড্যাশিং হিরো। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে।
'ধুরন্ধর' সিনেমার টিজারে অ্যাকশন, সাসপেন্স এবং লার্জার দ্যান লাইফ দৃশ্য়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । 'ধুরন্ধর' চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷ 'রকি ওর রানি কী প্রেম কাহিনী'র পর এই সিনেমার মাধ্যমে দুই বছরের মাথায় ফের রুপলি পর্দায় ফিরছেন রণবীর সিং ৷ তাঁকে আবারও অ্যাকশন করতে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ।
তবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ নিয়ে শুরু থেকেই বিতর্কে হয়েছে। শুটিং সেটে পাকিস্তানের পতাকা উড়তে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন ভারতীয় দর্শক-অনুরাগীরা। সেই ক্যামেরাবন্দি দৃশ্য ভাইরাল হতেই বিতর্কের সম্মুখীন হয়েছিলেন রণবীর সিং। তারপর আউটডোর শুটিং করতে গিয়ে সিনেমার ১০০ জনের বেশি ভর্তি হয়েছিল হাসপাতালে।পরে অবশ্য পরিবেশ স্বাভাবিক হয়। ঘটনাটি আলোচনায় উঠে আসছে।
আগামী মাসেই শেষ হবে বলিউড তারকা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে,এই সিনেমার পরই রণবীর ক্যামেরার সামনে দাঁড়াবেন বলিউডের আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’-এর জন্য। যেখানে তাকে জেমস বন্ড-এর আইকনিক রূপে দেখা যাবে।
‘ধুরন্ধর' সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য ধর ৷ এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল । সিনেমাটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ৷ সম্ভবত সিনেমাটি অজিত ডোভালের জীবনের সঙ্গে যুক্ত ৷ তবে সিনেমার নির্মাতারা এই মুহূর্তে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ৷ তবে সময়ই বলে দেবে আসল সত্য কি।
মন্তব্য করুন