
বাংলাদেশে পা দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তার প্রথম ঝলক দেখ গেল এক ঝালমুড়ির দোকানে। জনপ্রিয় ইউটিউবার রাফসান দ্য ছোট ভাইয়ের সাথে হানিয়া ফুচকা খাচ্ছেন। কিন্তু ঢাকাই ফুচকার ঝাল তিনি সহ্য করতে পারছেন বলে মনে হচ্ছেনা। ঝালে লাল হয়ে গেছে তার মুখ। শেষে ফুচকাওয়ালার কাছে মাফ চেয়ে পানি খেয়ে নিলেন হানিয়া। আহসান মঞ্জিলে রাফসানের সঙ্গে ফুচকা খেতে খেতে গল্প করছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান হানিয়া আমির। পরদিন হানিয়ার অফিসিয়াল পেজে দুটি ছবিসহ ঢাকায় চেক-ইন দিয়েছেন।
তিনি ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন বলে জানা গেছে। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন।
ফেসবুকে সাড়া ফেলে দেয়া ভিডিওটি নিয়ে নেটিজেনদের একাংশ মজা করে ইনফ্লুয়েন্সার সুনেরাহ তাসনিমকে খুঁজছেন। তাকে ট্যাগ করে বিভিন্ন ভিডিও পোস্ট করতে দেখা যায়। একজন মজা করে লিখেছেন, এটা সুনেরাহ কিভাবে মেনে নিবে!
মন্তব্য করুন