মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হানিয়া আমিরের এক্সক্লুসিভ ফটোশুটের অপেক্ষায় ঢাকাবাসী

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। হানিয়ার ভক্তদের জন্য এ খবর অজানা নয়। ইতোমধ্যে ঢাকায় অবস্থানকালে এই লাস্যময়ী অভিনেত্রী বাংলাদেশী তারকাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত থেকেছেন হানিয়া। ফুচকা-ঝালমুড়ি খেয়েছেন, রিকশায় ঘোরাঘুরি করেছেন, ঢাকার সংস্কৃতি ও স্বাদের খোঁজে নিয়েছেন হানিয়া আমির। এখন শুধু অপেক্ষা ভক্তদের সাথে দেখা করার। হ্যা, সেই সুযোগ করে দিয়েছে সানসিল্ক!

শনিবার (২১ সেপ্টেম্বর) সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। ভক্তরা কীভাবে হানিয়ার সঙ্গে দেখা করতে পারবেন, সেটি আগেই জানিয়েছে আয়োজক সানসিল্ক। একটি ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়েই হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মিলছে। কীভাবে অংশগ্রহণ করবেন, তার নিয়মাবলি একটি ভিডিওতে জানিয়েছে সানসিল্ক। ভিডিওটি বানাতে প্রয়োজন তিনটি ধাপ।

প্রথমত আপনার সেরা কালো পোশাকটি বেছে নিন।

দ্বিতীয়ত সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলকে দিন ঝলমলে উজ্জ্বলতা। সাথে আপনার উজ্জ্বল গহনা, ব্যাগ আর জুতা বেছে নিতে ভুল করবেন না।

তৃতীয়ত এই সাজের একটি সুন্দর ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে ফেলুন। এই সহজ তিনটি ধাপ অনুসরণ করে আপনিও অংশ নিতে পারছেন এ প্রতিযোগিতায় এবং জিতে নিতে পারছেন হানিয়া আমিরের সঙ্গে সাক্ষাতের সুযোগ। তো দেখা যাক সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে কতটা আলো ছড়াতে পারেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট