বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

হানিয়া আমিরের আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনের গল্পটা কী?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

পাকিস্তানের বর্তমান প্রজন্মের সবচেয়ে আলোচিত তারকাদের তালিকা করলে যে ক’জনের নাম প্রথম দিকে আসবে, তাঁদের মধ্যে অন্যতম হানিয়া আমির।

হাসিমুখ, স্নিগ্ধতা, স্বতঃস্ফূর্ততা— ক্যামেরার সামনে যেমন, বাস্তব জীবনেও তেমনই খোলামেলা ও হাসিখুশি থাকেন এ অভিনেত্রী। হানিয়ার জনপ্রিয়তার বড় রহস্য তার এই সারল্য। পাশাপাশি তার ফ্যাশনসেন্সও দারুন। তাই বিভিন্ন বিউটি ব্র্যান্ডের কাছে তিনি পছন্দের মুখ। ইনস্টাগ্রাম কিংবা টিকটকেও তার ভিডিওগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে চলেছে। তবে হানিয়া শুধু সুন্দরী তকমা নিয়েই বসে থাকেননি, নিজেকে অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন। তিনি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে আগ্রহী।

প্রাণবন্ত অভিনয় আর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতঃস্ফূর্ত উপস্থিতি— সব মিলিয়ে অল্প সময়েই তিনি জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে জন্ম হানিয়ার। সাধারণ পরিবারে বড় হলেও ছোটবেলা থেকেই তার ভেতরে লুকিয়ে ছিল শিল্পীসত্তা। বাবা-মায়ের সম্পর্ক ভালো না থাকায় শৈশব ভাল কাটেনি তার। তাদের বিচ্ছেদ ঘটে যায়। ফলে মা-ই হয়ে ওঠেন হানিয়ার সবচেয়ে বড় ভরসা।

শৈশব-কৈশোরের গণ্ডি পেরিয়ে হানিয়া যখন বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখেন, তখন নাট্যকলা ও অভিনয়ের প্রতি আগ্রহ বাড়তে থাকে। তার বন্ধুদের সঙ্গে বানানো কিছু ডাবস্ম্যাশ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তাকে আলোচনায় নিয়ে আসে। লাহোরের ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (FAST)-তে পড়াশোনার সময় থেকেই বন্ধুদের সঙ্গে এসব ছোট ছোট ভিডিও বানাতেন তিনি। এক পর্যায়ে ভিডিওগুলো নজরে পড়ে নির্মাতা ইমরান কাজির। এরপর হানিয়া অভিনয়ের সুযোগ পান ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জানান’-এ। প্রথম সিনেমাতেই হানিয়ার প্রাণবন্ত উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।

এরপর টেলিভিশন নাটক, বিজ্ঞাপনচিত্র থেকে শুরু করে ওয়েব সিরিজ— সব জায়গাতেই নিজেকে প্রমাণ করতে থাকেন তিনি। ‘ফিরি ওয়োহি মোহাব্বত’, ‘ইশকিয়া’, ‘মেরি কাহানি মেরি জুবানি’-সহ একাধিক নাটক তাকে পাক-টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মুখে পরিণত করে। তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্য পাঁচটি মনোনয়নসহ একটি হাম অ্যাওয়ার্ড এবং একটি এআরওয়াই ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন।

তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ ও কৌতূহলের শেষ নেই। একসময় সংগীত শিল্পী আসিম আজহারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ভক্তদের কাছে ‘কাপল গোলস’ বা 'আদর্শ জুটি' হিসেবে পরিচিত ছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। সামাজিক যোগাযোগমাধ্যমেই হানিয়া নিজেই বিষয়টি পরিষ্কার করে দেন। বর্তমানে তিনি অবিবাহিত, তবে প্রায়ই সহঅভিনেতাদের সঙ্গে তার নাম জড়িয়ে আলোচনা ওঠে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে চলচ্চিত্রে কাজ করে আবারও শিরোনাম হয়েছেন এই নায়িকা।

হানিয়ার নিজের ভাষ্য, ‘আমি তরুণী, আমি খোলামেলা, আমি উচ্ছল এবং আমি দয়ালু। আমি বেড়ে উঠছি। তাই ভুল করব, বদলাব, ভুল সিদ্ধান্ত নেব, আবার ভালোটাও নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার