
প্রথমবারের মতো ঢাকায় এসে আলোচনার ঝড় তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। গত শনিবার এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তিনি হয়ে উঠেছিলেন সবার নজরের কেন্দ্রবিন্দু। আর সেখানেই একটি মজার কিন্তু চমকে দেওয়ার মতো মুহূর্ত ঘটে।
অনুষ্ঠানে হানিয়ার সামনে প্রশ্ন তোলা হয়— বলিউডের কিং খান শাহরুখ, নাকি ঢালিউডের সুপারস্টার শাকিব খান? কাকে বেছে নেবেন তিনি?
মঞ্চে উপস্থাপক যখন এই প্রশ্নটি করেন, তখন উপস্থিত দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সবাই অপেক্ষা করছিলেন— হানিয়া কী উত্তর দেন। অবশেষে তিনি বলেন, ‘শাকিব খান’। আর তখনই দর্শকসারিতে শুরু হয় করতালি আর চিৎকার।
তার ভাষ্যে, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’
অনেকের মতে, দর্শকদের ভালোবাসাকে গুরুত্ব দিয়ে ও শ্রোতাদের পছন্দের প্রতি সম্মান জানিয়েই শাকিবের নাম বলেছিলেন হানিয়া।
এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর শুরু হয় আলোচনা।
এর আগে শুক্রবার ভোরে হানিয়া গিয়েছিলেন ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে। সেখানে তিনি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে একটি ভিডিও ভ্লগে অংশ নেন। ভ্লগের ফাঁকে ফুচকা, ঝালমুড়ির মতো স্থানীয় খাবার চেখে দেখেন এবং সেই অভিজ্ঞতায় দারুণ খুশি হন।
মন্তব্য করুন