বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

শিল্পকলার নতুন মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

আশির দশকের কবি রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে একাডেমির চারটি বিভাগে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল-রিয়াজ (প্রশিক্ষণ বিভাগ), গণমাধ্যমবিশেষজ্ঞ ড্যানিয়েল আফজালুর রহমান (প্রযোজনা বিভাগ), শিল্প-গবেষক সালমা জামাল মৌসুম (গবেষণা ও প্রকাশনা বিভাগ) এবং নাট্যব্যক্তিত্ব দীপক কুমার গোস্বামী (নাটক ও চলচ্চিত্র বিভাগ)।

আজ রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নেতৃত্বের অধীনে শিল্পকলা একাডেমি আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্গঠিত হবে। অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় প্রতিভা বিকাশ, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় নতুন কৌশল গ্রহণ, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদকে উপস্থাপন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক আইকন ও ঘটনাবলি উদ্‌যাপনএসব বিষয় অগ্রাধিকার দেওয়া হবে।

একাডেমি নতুন বিভাগ খোলার উদ্যোগ নেবে, যাতে শিল্পকলার গুরুত্বপূর্ণ শাখাগুলোকে অন্তর্ভুক্ত করা যায়। এশিয়ান আর্ট বায়েনাল পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্য উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

প্রসঙ্গত, শিল্পকলার নবনিযুক্ত মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন আশির দশকের উল্লেখযোগ্য কবি। ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

শাহীন দিল-রিয়াজ ইউরোপ ও এশিয়াভিত্তিক একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি বার্লিনের ফ্রাই ইউনিভার্সিটি এবং কনরাড উলফ ইউনিভার্সিটি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন থেকে সিনেমাটোগ্রাফিতে পড়াশোনা করেছেন।

ড্যানিয়েল আফজালুর রহমান গণমাধ্যম ও ব্র্যান্ডবিশেষজ্ঞ। তিনি রেডিও ফুর্তি ও রেডিও এবিসির মতো দেশের শীর্ষ এফএম স্টেশনের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।

সালমা জামাল মৌসুম দীর্ঘদিন ধরে শিল্প-গবেষণা ও পরিকল্পনার সঙ্গে যুক্ত। তিনি গিদ্রী বাওলি ফাউন্ডেশন অব আর্টসে গবেষণা সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

দীপক কুমার গোস্বামী নাটক ও চলচ্চিত্রের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। তিনি অভিনয়, ভয়েস-ডাবিং ও পরিচালনায় সক্রিয়। তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র এ বছর যুক্তরাজ্যের হাউস অব কমন্সে প্রদর্শিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার