মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘বরবাদ’ নির্মাতার নতুন ছবিতে সিয়াম-সাবিলা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় তার দ্বিতীয় সিনেমা 'রাক্ষস' নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার প্রথম সিনেমা 'বরবাদ' এর সাফল্যের পর এবার নতুন এক চমক নিয়ে আসছেন এই নির্মাতা।

শোনা যাচ্ছিল, এই সিনেমায় অভিনেতা সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী দীঘিকে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে ভিন্ন খবর। দীঘির পরিবর্তে সিয়ামের সাথে জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। অফস্ক্রিনে সিয়াম-সাবিলার বন্ধুত্ব দীর্ঘদিনের। দুজনেই এর আগে জুটিবদ্ধ হয়ে একাধিক নাটকে অভিনয় করলেও বড়পর্দায় এবারই প্রথম জুটি হচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

গত ঈদুল ফিতরে শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণ করে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা তৈরি করেন মেহেদী হাসান হৃদয়। নাটক থেকে উঠে আসা এই নির্মাতার নির্মাণ মুন্সিয়ানায় তাক লেগে যায় সিনেমাপ্রেমীরা! এরআগে চলতি বছরে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ দিয়ে সিনেমায় পা রাখেন সাবিলা নূর, যেখানে বিপরীতে তিনি নায়ক হিসেবে পেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে!

পরিচালক হৃদয় বলেন, আসলে নায়িকা কে হবে সেটা এখনও অফিসিয়ালি চুক্তিবদ্ধ করা হয়নি। তবে হ্যাঁ, সাবিলা নূরের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। পাশাপাশি মধুমিতা সরকার, নাজনীন নিহার সাথেও মিটিং হয়েছে। এই তিনজনের মধ্যে যেকোনো একজন থাকবেন। ২ অক্টোবরে মধ্যে আমরা নায়িকা ফাইনাল করে ফেলবো।

হৃদয় জানান, ‘রাক্ষস’ হবে পুরোদস্তুর অ্যাকশন ধাঁচের সিনেমা। দেশ ও দেশের বাইরে মিলিয়ে নভেম্বরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। ‘বরবাদ’র প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন লগ্নি করতে যাচ্ছে রাক্ষসে! প্রযোজনা করছেন শেহরীন আক্তার সুমী। আগামী বছর ঈদুল ফিতরে রাক্ষস মুক্তি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট