
		চলচ্চিত্রের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের ৫টি সিনেমা জমা পড়েছে। বেশ কয়েক বছর ধরেই প্রতিযোগিতার ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগের জন্য একটি করে সিনেমা বাছাই করে অস্কারে পাঠায় অস্কার বাংলাদেশ কমিটি। প্রায়ই দেখা গেছে মাত্র একটি চলচ্চিত্রই জমা পড়ে কমিটিতে। সেটিকেই পাঠানো হয় অস্কারে।
তবে এবারের চিত্রটা অনেকটা ভিন্ন। আসন্ন অস্কারের ৯৮তম আসরের জন্য জমা পড়েছে দেশের পাঁচটি সিনেমা। এগুলো হলো ‘নকশিকাঁথার জমিন’, ‘সাবা’, ‘প্রিয় মালতী’, ‘বাড়ির নাম শাহানা’ এবং ‘ময়না’। সব চলচ্চিত্রই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি প্রতিটি সিনেমাই মূলত নারীকেন্দ্রিক। এগুলোর মধ্যে যেকোনো একটি সিনেমা স্থান পাবে অস্কারে।
অস্কার বাংলাদেশি কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানান, বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে একটি সিনেমাকে মনোনয়ন দেয়া হবে। নির্বাচন কমিটি সিদ্ধান্ত গ্রহণের পরপরই আগামী ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মনোনয়ন ঘোষণা করা হবে।
নকশিকাঁথার জমিন
জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি। দুই বোন রাহেলা ও সালেহার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সঙ্গে অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান ও সেঁওতি।
সাবা
মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা এটি। বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশেও মুক্তি পাচ্ছে দ্রুতই। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার প্রমুখ।
প্রিয়মালতী
শঙ্খ দাসগুপ্ত পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে নাদের চৌধুরী, আজাদ আবুল কালামসহ আরও অনেকে অভিনয় করেছেন। একজন নারীর সংগ্রামকে ঘিরে এই ছবির গল্প।
বাড়ির নাম শাহানা
লীসা গাজী পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে এক নারীর বাঁচার লড়াই নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
ময়না
রাজ রিপা অভিনীত এ ছবিটি নির্মাণ করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। এতে আরও রয়েছেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরীসহ অনেকে।
এখন দেখা বাকি, কোন চলচ্চিত্রটি শেষ পর্যন্ত অস্কারের দৌড়ে জায়গা করে নেয়।
মন্তব্য করুন