
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড।’ এটা তার ক্যারিয়ারের প্রথম কাজ। এই সিরিজের সাফল্যে তিনি আনন্দিত সময় উপভোগ করছিলেন। কিন্তু এমন সময়েই এসেছে মন খারাপ করা খবর। মামলার মুখে পরতে যাচ্ছেন কিং পুত্র। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এমনকি আরিয়ানের দোষে ‘দুষ্টু’ হতে যাচ্ছেন রণবীর কাপুরও।
‘ব্যাডস অফ বলিউড’-এর পর্দায় ক্যামিও অর্থাৎ অপ্রত্যাশিত চমক হিসেবে অবতরণ করেছেন একঝাঁক তারকা। সে তালিকায় রণবীরও ছিলেন। সেখানে করণ জোহরের সঙ্গে তার হাস্যরসাত্মক কথোপকথন দর্শকের মনোযোগ কাড়ে। অনায়াস ভঙ্গিতে এসে করণ জোহরের সঙ্গে মজা করেন। ঠিক এরপরই অনন্যা সিং অভিনীত চরিত্রের কাছে তিনি ভেপ (ইলেকট্রিক সিগারেট) চান। আর এই ভেপ নেওয়ার মুহূর্তই এখন আইনি জটিলতায় জড়িয়ে ফেলেছে পুরো সিরিজটিকে। ভারতে নিষিদ্ধ ‘ই-সিগারেটে’র ‘প্রচারের জন্য’ নেটফ্লিক্সের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।
ভারতের মানবাধিকার কমিশন (এনএইচআরসি) ইতিমধ্যেই মুম্বাই পুলিশকে নির্দেশ দিয়েছে রণবীর কাপুর, প্রযোজনা সংস্থা ও নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করতে। ইতোমধ্যে ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতা-প্রযোজক এবং রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছে মানবাধিকার কমিশন।
কমিশনের অভিযোগ, একে রণবীর কাপুরের ই-সিগারেট (ভেপ) টানার দৃশ্য, উপরন্তু সেখানে কোনোরকম বিধিসম্মত সতর্কীকরণের বালাই নেই! এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা যুব প্রজন্মের অবৈধ কার্যকলাপকে উৎসাহিত করে। কিংবা তাদের বিপথে চালিত করতে পারে।
এছাড়া এখানেই থেমে নেই কমিশন। নোটিশ পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। তাদের দাবি, সিরিজটি থেকে রণবীর কাপুরের ধূমপানের দৃশ্য ছেঁটে ফেলতে হবে। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি আরিয়ান-রণবীর।
গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ব্যাডস অফ বলিউড’। রণবীর ছাড়াও এতে আছেন এক ঝাঁক তারকা। শাহরুখ, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর সিং অন্যতম ক্যামিও হিসেবে হাজির ছিলেন। এ ছাড়া দেখা গেছে সিদ্ধান্ত চতুর্বেদী, দিশা পাটানি, ওরি, শানায়া কাপুর, ইব্রাহিম আলী খান, রাজকুমার রাও, সারা আলী খানদের। মুল ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, মনোজ পাহওয়া ও বিজয়ন্ত কোহলি।
মন্তব্য করুন