
		বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। এই গানটি শিগগিরই প্রকাশ হদে যাচ্ছে । জানা গেছে গানটি এফ এ মিউজিকের ব্যানারে প্রকাশ হচ্ছে। সম্প্রতি রাজধানীর মগবাজারের তানপুরা স্টুডিওতে শিল্পী সাবিনা ইয়াসমিনে গানটিতে কণ্ঠ দেন। ‘অতীত গল্প গুলি’ শিরোনামের গানটির কথা লিখেছেন এফ মিউজিকের কর্নধার গীতিকবি ফারুক আনোয়ার। সুর ও সংগীত পরিচালনা করেছেন এ প্রজন্মের তরুণ ও মেধাবী সংগীত পরিচালক সম্রাট আহমেদ। ইতোমধ্যে এই মিউজিক চ্যানেলটি প্রবীন শিল্পীদের নিয়ে কাজ করে বেশ প্রশংসিত হয়েছে এবং সংগীত অঙ্গনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। পুরো আয়োজনটি নিয়ে গীতিকার ও সুরকার দুজনই বেশ আশাবাদী।
নতুন গানের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, বহুদিন পর এমন একটি গান করলাম, গানটি আমার মন ছুঁয়ে গেছে। গানটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্যরকম আনন্দ দিয়েছে। ধন্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন্য একটি চমৎকার একটি গান লিখেছেন। গানের কথাগুলোর গভীরতা ব্যাপক। তরুণ প্রতিভাবান ও মেধাবী সম্রাট আহমেদের সুর ও সংগীত আয়োজন গানটিতে ভিন্নতা এনেছে।
গীতিকবি ফারুক আনোয়ার বলেন, গানটি আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনকে নিয়েই লিখেছি, তাই বিভিন্ন প্রেক্ষাপট গানটিতে সংযোগ করতে হয়েছে। গানের কথাগুলো সাবিনা ইয়াসমিনের মত সংগীত ব্যাক্তিত্বর ভালো লেগেছে জেনে নিজেকে ধন্য মনে করছি।
অন্যদিকে, গানটির সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ বলেন, গানটি যখন ফারুক আনোয়ার স্যার আমাকে সাবিনা ইয়াসমিন ম্যামের জন্য সুর করতে বললেন তখন আমি স্মরণ করেছি কিংবদন্তী সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারকে। কারন সাবিনা ইয়াসমিন ম্যামের অধিকাংশ গানই আলাউদ্দিন আলী স্যারের সুর সংগীতে বিখ্যাত হয়েছে। আমি চেষ্টা করেছি তেমন অরক্রেশটেশন করে গানটি করার। আশা করি গানটি প্রকাশ পেলে আপনারা একটু ব্যতিক্রম কিছুই পাবেন।
তিনি শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমিন ম্যাম গানটি কে ভালবেসে আমার সুরে গেয়েছেন এবং গানটিন প্রশংসা করেছেন, এটি আমার জীবনে একটি স্বপ্ন পুরণের ক্ষণ। এই স্বপ্ন পুরণে যারা আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে শ্রদ্ধেয় ফারুক আনোয়ার স্যার, শহীদ আঙ্কেল এবং রাফি ভাইসহ সকলের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। তিনি জানান গানটির মিউজিক ভিডিওসহ খুব শিগগিরই গানটি এফ এ মিউজিকের ব্যানারে প্রকাশ হবে। সেই প্রস্তুতি চলছে। আমরা আশা করছি শ্রোতারা খুব শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গানটি শুনতে পারবেন।
                    
মন্তব্য করুন