মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মুক্তনীল পেলেন ‘এস এম সোলায়মান প্রণোদনা-২০২৫’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, নির্দেশক, সংগঠক, অভিনেতা ও সঙ্গীতজ্ঞ এস এম সোলায়মানের জন্ম ও মৃত্যুকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে তার দল ‘থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে গতকাল ২৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মিথস্ক্রিয় আলোচনা ও ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একে আলোচনার বিষয় ছিলো ‘পরিবর্তনের স্বপ্নে মঞ্চকর্মীর দায় ও বাস্তবতা এবং টিকে থাকার উপায়’। এবারের ‘এস এম সোলায়মান প্রণোদনা পদক-২০২৫’ দেয়া হয় তরুণ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মুক্তনীলকে। অনুষ্ঠানের শুরুতে এস এম সোলায়মানের কথা ও সুরে সংগীত পরিবেশন করেন থিয়েটার আর্ট ইউনিটের নাট্যকর্মীরা।

আলোচনায় অংশ নেন নাট্যজন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার আর্ট ইউনিটের ভারপ্রাপ্ত দলপ্রধান সেলিম মাহবুব। অনুষ্ঠানটি সন্চালনা ও সমন্বয় করেন দলটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত।

বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম প্রতিভাধর নাট্যজন এসএম সোলায়মানের জীবনটা ছিল খুব কম সময়ের। মাত্র ৪৮ বছর বেঁচে ছিলেন। নাটকে সংগীত সংযোজনে তিনি তৈরি করে গেছেন নতুন ধারা। ব্যঙ্গরস-স্যাটায়ারের মাধ্যমে সমকালীন রাজনীতি, গোঁড়ামী ও স্বৈরতান্ত্রিকতাকে বিদ্রূপ করেছেন। রাজনৈতিক স্যাটায়ার ধারার প্রচলন তার হাতেই শুরু হয় এবং সফলতা লাভ করে। প্রায় ৩০টির মতো নাটক রচনা ও রূপান্তর করেছেন, নির্দেশনা দিয়েছেন তারও বেশি। এসএম সোলায়মানের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে ‘খ্যাপা পাগলার প্যাচাল’, ‘ইঙ্গিত’, ‘গণি মিয়ার একদিন’, ‘আহ্ কমরেড’, ‘ইলেকশন ক্যারিকেচার’, ‘এই দেশে এই বেশে’, ‘কোর্ট মার্শাল’,‘বার্থ ফ্যান্টাসি’, ‘গোলাপজান’, ‘আমিনা সুন্দরী’ অন্যতম।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচিত সেক্রেটারি জেনারেলের হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। তার নির্দেশিত নাটক ‘আমিনা সুন্দরী’ আমেরিকার অব ব্রডওয়েতে প্রথম বাংলা নাটক হিসেবে মঞ্চায়নের গৌরব অর্জন করে।

উৎসবের সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত বলেন, এস এম সোলায়মানের কর্মের মূল্যায়ন,তাঁর নামাঙ্কিত পদক প্রদান এবং তাঁর ভাব ও আদর্শের আলোকে আগামীর থিয়েটার চর্চার রূপরেখার পথ অন্বেষণ এবারের উৎসবের বড় প্রাপ্তি বলেই আমাদের অনুধাবন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট