বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ব্র্যান্ডের পছন্দের তালিকার শীর্ষে ‘সাইয়ারা’ খ্যাত আহান পান্ডে !

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
আহান পান্ডে
আহান পান্ডে

বলিউডে নতুন প্রজন্মের তারকা হিসেবে আহান পান্ডে দারুণ সাড়া ফেলেছেন। তার প্রথম ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই তিনি রাতারাতি তারকা হয়ে উঠেছেন। এই ছবি শুধু বক্স অফিসেই রেকর্ড ভাঙেনি বরং তার অভিনয় দক্ষতাও সবার নজর কেড়েছে।

জানা গেছে বর্তমানে জেন-জি কে লক্ষ্য করে তৈরি এমন ৬টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড আহান পান্ডেকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেতে আগ্রহী। একটি সূত্র অনুযায়ী যশ রাজ ফিল্মস অক্টোবর মাস থেকে এই ব্র্যান্ডগুলোর সঙ্গে আহানের বড় আকারের প্রচার শুরু করার পরিকল্পনা করছে।

‘সাইয়ারা’ ছবির প্রযোজক যশ রাজ ফিল্মস প্রথম থেকেই আহানকে নিয়ে একটি বিশেষ কৌশল অবলম্বন করেছিল। ছবি মুক্তির আগে কোনো সাক্ষাৎকার বা জনসমক্ষে কোনো উপস্থিতি ছিল না তার। এর কারণ ছিল, যশ রাজ ফিল্মস মনে করে অতিরিক্ত প্রচার একজন তারকার জন্য ক্ষতিকর। এমনকি ছবি মুক্তির পরেও তার উপস্থিতি সীমিত রাখা হয়েছে। এত কিছুর পরেও আহান তার প্রতিভা দিয়ে চলচ্চিত্র এবং বিজ্ঞাপন উভয় জগতের শীর্ষস্থানীয় নির্মাতাদের মনোযোগ আকর্ষণ করেছেন।

বর্তমানে প্রত্যেক ব্র্যান্ডই তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে চায় এবং এই মুহূর্তে আহান পান্ডেই সেই প্রজন্মের সবচেয়ে বড় পুরুষ তারকা। তার ‘সাইয়ারা’-র সহ অভিনেত্রী আনিত পাড্ডা হলেন সবচেয়ে বড় নারী তারকা। এই জুটি তাদের প্রতিভা দিয়ে জেন-জি এর মন জয় করে নিয়েছে, যা ব্র্যান্ডগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আহানকে ঘিরে সব বড় ব্র্যান্ডের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে।

খবর অনুযায়ী, যশ রাজা ফিল্মস খুব শীঘ্রই আহানের ব্র্যান্ডগুলোর নাম ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে একজন নতুন অভিনেতার জন্য এমন বড় ধরনের ব্র্যান্ডের সঙ্গে চুক্তি এর আগে খুব কমই হয়েছে। অনেকে ‘সাইয়ারা’ কে আধুনিক যুগের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ বলে তুলনা করছেন, আর এই ব্র্যান্ড চুক্তিগুলো সেই হাইপকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

এখন শুধু দেখার অপেক্ষা, আহান পান্ডের পরবর্তী ছবি কোনটি হয় এবং কোন কোন ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার