
ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) অনুষ্ঠানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে এর সঞ্চালক ‘বিগ বি’র কারণে দর্শকরা মুখিয়ে থাকেন অনুষ্ঠানটি দেখার জন্য। অনুষ্ঠানের প্রায় প্রতি পর্বে ঘটে নানা মজার মজার ঘটনা। তেমনি একটি ঘটনা ঘটেছে ‘কেবিসি ১৭’র একটি পর্বে।এই পবে সঞ্চালক অমিতাভ বচ্চন তাঁর স্ত্রী জয়াকে নিয়ে এমন এক রসিকতা করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
‘কেবিসি’র মজার সেগমেন্টে প্রতিযোগী আশা ধিরিয়ানকে ৬০ সেকেন্ডে নিজের প্রশংসা করতে বলা হয়। প্রশংসা শেষে তিনি অনুরোধ করেন, অমিতাভ যেন তাঁর স্ত্রী জয়া সম্পর্কে কিছু বলেন। অমিতাভের মুখে তখন এক চির পরিচিত হাসি, সঙ্গে তাঁর জবাব, ‘দেবীজি, আমাদের বিয়ে হয়েছে ৫২ বছর। বাহান্ন বছর ধরে উনি আমাকে সহ্য করেছেন- এর চেয়ে বড় প্রশংসা আর কী হতে পারে!’ এই মন্তব্যে স্টুডিওতে হাসির রোল ওঠে।
অমিতাভের কাছে আশা তাঁর প্রেমের গল্প শেয়ার করেন। বলেন, কী ভাবে তাঁর লম্বা স্বামী প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন। প্রথম দেখাতেই তাঁর স্বামী যেন মুগ্ধ হয়ে গিয়েছিলেন- প্রেমে পড়া নয়, যেন প্রেমে ডুবে যাওয়া। এমন কী সোজা বিয়ের প্রস্তাব নিয়ে তাঁর পিছু নিতেন রোজ। একটা সময়ে বিরক্ত হয়ে, আশা তাঁর এক বেঁটে বন্ধুকে পাঠান, একটু ধমক দিতে, যেন প্রেমের তীব্রতা কিছুটা থামে। এই গল্প শুনে অমিতাভ বলেন, আপনার কথা আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু আপনি বললেন যে, আপনার বন্ধু এতটুকু ছিল আর উপরের দিকে তাকিয়ে আপনার স্বামীকে ধমক দিচ্ছিল- এটা আমাদের জন্য নতুন কিছু নয়!’ এই মন্তব্যে স্পষ্ট, জয়ার কম উচ্চতা নিয়ে কটাক্ষ করেন অমিতাভ, যদিও পুরোটাই মজার ছলে।
বলিউডের ইতিহাসে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন এমন এক দম্পতি, যাঁদের সম্পর্ক শুধু রূপালি পর্দায় নয়, বাস্তব জীবনেও এক চিরন্তন প্রেমের প্রতিচ্ছবি। ১৯৭৩ সালের ৩ জুন অমিতাভ বিয়ে করেন জয়া ভাদুড়িকে, যিনি পরে পরিচিত হন জয়া বচ্চন নামে। তাঁদের দুই সন্তান- অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা, আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই জুটি একসঙ্গে পথ চলেছেন, ভালোবাসা, বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধার নিদর্শন হয়ে। ‘বিগ বি’ নামে খ্যাতি পাওয়া অমিতাভ বচ্চন শুধু একজন কিংবদন্তি অভিনেতা নন, ২৫ বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি-এর সফল সঞ্চালক হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
মন্তব্য করুন