
		দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কুসুম শিকদার। এক সময় অভিনয়ে বেশ সরব ছিলেন। বর্তমানে খুব বেছে বেছে কাজ করছেন। ব্যক্তিগত জীবনে গ্ল্যামারাস এ অভিনেত্রী কখনো কোনো বাজে প্রস্তাব পাননি। সম্প্রতি গণমাধ্যমে মুখোমুখি হয়ে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন। জনপ্রিয় তারকাদের নিয়ে ভিন্ন আমেজের তৈরি একটি সেলিব্রিটি টকশো হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন কুসুম শিকদার। সেখানে উঠে আসে কাস্টিং কাউচ প্রসঙ্গ।
এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, আমার ফিল্মই তো তিনটা। আর শেষেরটা তো আমারই। মিডিয়ায় আমি শুনি আজকাল গল্পটল্প নানা কাহিনি। আমি জানি না। আমাদের সময়ে এসব কম ছিল, অথবা ছিল না। তিনি আরও বলেন, তবে অনেক সময় দু-একটা ঘটনা যে ঘটেনি, তা নয়। আল্লাহ তো বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নেব আমি কোন রাস্তায় যাব। আমি যদি দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি তো ছাতা নিয়ে যাব। আমারও এমন দু-একটা ঘটনা ঘটেনি, তা নয়।
প্রসঙ্গত, ২০০২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন কুসুম সিকদার। এরপর নিয়মিত কাজ করতে থাকেন বিজ্ঞাপনচিত্র ও নাটকে। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’ তার অভিনীত তিনটি সিনেমা। সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয়ের পর বেশ আলোচনায় আসেন। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় গৌতম ঘোষ পরিচালিত সিনেমায় তিনি কলকাতার বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটি দুই বাংলাতেই মুক্তি পেয়েছিল।
নানামুখী প্রতিভার অধিকারী কুসুম সিকদার। অভিনয়ের বাইরে গান করেন, বই লেখেন, করেছেন চলচ্চিত্র পরিচালনাও। সবশেষ নিজের পরিচালিত ‘শরতের জবা’ সিনেমায় দেখা গেছে তাকে। গেল বছরের অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
                    
মন্তব্য করুন