বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি : প্রকৃতি মিশ্র

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম

বলিউডে ‘জওয়ান’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠান শেষে, জয় উদযাপনের মুহূর্তে বিচারকমণ্ডলীর সদস্যদের সঙ্গে ছবি তোলেন শাহরুখ। সেই বিশেষ মুহূর্তের একটি ঝলক ইনস্টাগ্রামে ভাগ করে নেন বিচারকমণ্ডলীর এক সদস্য প্রকৃতি মিশ্র।

প্রকৃতি মিশ্র বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট শেয়ার করেন। সেই ছবিতে দেখা যায়, তিনি শাহরুখের পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন, সঙ্গে রয়েছেন বিচারকমণ্ডলীর চেয়ারম্যান, পরিচালক আশুতোষ গোয়ারিকর। প্রকৃতি মিশ্র লেখেন, আমি জানতাম না, আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হবো, যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত ও প্রাপ্য প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার দায়িত্বে ছিলাম।’

‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় সংলাপের আদলে তিনি আরও লেখেন, ‘যদি তুমি কোনও কিছু মন থেকে চাও, তাহলে পুরো কায়নাত তোমাকে তা পেতে সাহায্য করে। এই জয়টা যেন আমার নিজের, কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখার, চেষ্টা করার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।’

শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃতি লেখেন, আপনার বিনয়, কঠোর পরিশ্রম এবং সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে। পোস্টের শেষে মজার ছলে তিনি বলেন, ‘পিএস: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি।’ এই বাক্যটি দ্রুত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত প্রকৃতি মিশ্র একজন ভারতীয় অভিনেত্রী। তবে তিনি হিন্দি টেলিভিশন এবং ওড়িয়া সিনেমাতে অভিনয় করেছেন। তিনি ‘হ্যালো আরসি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার