মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আসছে বৈশাখী টেলিভিশনের কমেডি ড্রামা সিরিজ ‘আই কিইচ্ছি’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

আসছে বৈশাখী টেলিভিশনের কমেডি ড্রামা সিরিজ ‘আই কিইচ্ছি’। এই ধারাবাহিকটি বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মাণ হচ্ছে। ধারাবাহিকটি নির্মাণ করছেন এই প্রজন্মের তরুণ নির্মাতা রুহুল আমিন শিশির। এটি তার নিজের রচনা ও পরিচালনায় নির্মাণ হচ্ছে। নির্মাতা জানিয়েছেন নাটকটিতে এই প্রজন্মের তরুণ প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পীরা অভিনয় করবেন।

তিনি আরো জানান আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার নাটকটির নির্মাণ শুরু হবে। তিনি জানান সম্পূর্ন নাটকটি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের এবং এটি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নির্মান করা হবে। এই নাটকটির বিশেষত্ব হচ্ছে এর প্রতিটি দৃশ্যে থাকবে চমক। নির্মাতা রুহুল আমিন শিশিরের সাথে কথা বলে জানা গেছে, এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আলিফ চৌধুরী, মাহি ইসলাম , হাসিমুন, সুস্ময় সাহা, মাসুদ পারভেজ সাগর, নীহারিকা হায়দার, জুনেদ আতিক, দাউদ, শাহজাহান শোভন, মুক্তারসহ আরো অনেকে।

প্রসঙ্গত, ইতিপূর্বে বেশ কিছু ভালো নাটক নির্মাণ করে নিজের নির্মাণ মেধার পরিচয় দিয়েছেন রুহুল আমিন শিশির। তার ভক্তও রয়েছে বেশ। নির্মাণাধীন নতুন এই নাটকে নির্মাতার তার প্রতিশ্রুত মেধার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নতুন এবং ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য নির্মাতা রুহুল আমিন শিশির এবং বৈশাখী টেলিভিশন সংশ্লিষ্টদের জন্য অনেক অনেক শুভকামনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট