বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবারের সাংস্কৃতিক সন্ধ্যা 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

বগুড়া থিয়েটার পরিবারের উদ্যোগে রাজধানী ঢাকার পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘বগুড়া থিয়েটার পরিবার ঢাকা’র উদ্যোগে আয়োজিত ‘নাট্য সূত্রে বাঁধা’ শীর্ষক অনুষ্ঠোনের স্লোগান ‘স্মৃতির হাত ধরে বগুড়া থিয়েটারের আলোয়’। সংগঠনের পরিচালনা পর্ষদের অভিষেকের এ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন বগুড়া থিয়েটারের সদস্য শিল্পীরা। এ উপলক্ষে আজ বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বগুড়া থিয়েটার ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকর।

জানা গেছে অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পর সম্প্রতি বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রয়াতদের পাশাপাশি লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হবে। এরপর উপস্থিত অতিথিরা ভাঁজপত্র মোড়ক উন্মোচন করবেন। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সদস্য সচিব ফজলুল হক সাকী। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান লেবু বিশেষ অতিথির বক্তব্য রাখবেন।

এরপর একে একে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন ঐশী রায় তাঁর দল (সূচনা নৃত্য), জুলফিকার হুসাইন সোহাগ, ম্যাক আপেল(শিকড়ের গান), অলক পাল, সোবহানী বাপ্পী, বায়োজিদ নিবির, সানাউর রহমান, রবিউল করিম (কাওয়ালী ও নাটকের গান), বিশিষ্ট তবলা বাদক পৌষরাম সরকার ও বংশীবাদক নির্ঝর অধিকারীর পরিবেশনায় থাকছে সুর ও লহরী। অনুষ্ঠানে আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী শান্ত মাহমুদ।

বিশেষ আকর্ষণ হিসেবে বগুড়া থিয়েটারের সাড়া জাগানো তিনটি নাটকের অংশবিশেষ এর মঞ্চায়ন হবে। তৌফিক হাসান ময়না রচিত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নির্দেশিত ‘কথা পুন্ড্রবর্ধন’ প্রযোজনার অংশবিশেষ পরিবেশনায় অংশ নেবেন নাট্যকর্মী রুবল লোদী, সোমা ফারহা মুমু, লেলিন ফিরোজী ও মাহিন মোহন্ত। ২২ বছর পর দুই বাংলার প্রশংসিত নাটকটির জন্য মঞ্চে দাঁড়াতে পারায় আপ্লুত বগুড়া থিয়েটারের অভিনয়শিল্পীরা। তৌফিক হাসান ময়নার রচনা ও নির্দেশনায় ‘দ্রোহ’ নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করবেন অলক পাল ও দীপাবলী মুখার্জী।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা নাট্যাচার্য ড. সেলিম আল দীন রচিত ও তৌফিক হাসান ময়না নির্দেশনায় ‘কিত্তনখোলা’ নাটকের অংশবিশেষ মঞ্চায়নে অংশ নেবেন নজরুল ইসলাম জনি, হান্নান শাহ্, মামুনুর রশিদ নিলয়, নাটকটি সহর্নিদেশনায় জুলফিকার হুসাইন সোহাগ। সবশেষে তৌফিক হাসান ময়না রচিত, সাইদুর রহমান লিপন নির্দেশিত ‘কৈবর্ত বিদ্রোহ’ নাটকের অংশবিশেষ মঞ্চায়ন হবে । এতে অংশ নেবেন রুবল লোদী, জুলফিকার হোসাইন সোহাগ ও মাহমুদুল হাসান মিথেন।আগুনের খেলা প্রদর্শন করবেন ফজলুল হক সাকী ও তাঁর দল। র‌্যাফেল ড্র এবং সমাপনী কথন।

এর আগে ‘বগুড়া থিয়েটার পরিবার ঢাকা’র অভিষেক আয়োজনে সম্পৃক্ত এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন বগুড়া থিয়েটার পরিবার ঢাকা’র আহ্বায়ক জুলফিকার হুসাইন সোহাগ। এই মিলনমেলায় ঢাকায় বগুড়া থিয়েটার ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠন কলেজ থিয়েটার, লিটল থিয়েটার ও ভোর হলো বগুড়ার অগ্রজ এবং অনুজ নাট্যকর্মী ও তাঁদের পরিবারের সদসরা উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে থিয়েটার পরিবারের শুভানুধ্যায়ী সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার