মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জুবিন গার্গের মৃত্যুতে সহকর্মী ড্রামার গ্রেপ্তার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু যেমন কাঁদিয়েছে মানুষকে, তেমনি নানারকম প্রশ্নেরও সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয় দলের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জুবিন গার্গ। এ ঘটনায় একটি বিশেষ তদন্তের নির্দেশ দেয় আসাম সরকার, যার প্রথম গ্রেফতার হলেন জুবিনেরই সহকর্মী। পুলিশ সূত্রে জানা গেছে, শেখরজ্যোতির আমন্ত্রণেই জুবিন সেদিন ডাইভিংয়ে পানিতে নামেন। কিন্তু পরে আর তীরে ফিরতে পারেননি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুবিনের জীবনের শেষ সময়ে তার সঙ্গে ইয়টে থাকা ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। তাকে ইতোমধ্যেই পুলিশ হেফাজতে নিয়ে জেরা শুরু হয়েছে। একইসঙ্গে গুয়াহাটির দাতলপাড়ায় ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্তের বাড়ি তল্লাশি চালায় কর্মকর্তারা। এ সময় ম্যানেজারের বাড়ির সামনে প্রচুর মানুষ ভিড় করেন। গায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুর জন্য ড্রামার সিদ্ধার্থ শর্মাকে দোষারোপ করছেন। তার বাড়ির বাইরে সবাই বিক্ষোভ করতে থাকেন এবং গ্রেফতারের দাবিও জানান।

গত ২০–২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ–ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগের দিনই মারা যান তিনি। তার মৃগী রোগের ইতিহাস থাকলেও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আশ্বাস দিয়ে জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ হবে। প্রয়োজনে সিবিআই তদন্তও করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট