মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর? 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন— এমনটাই গুঞ্জন উঠেছে বেশ কদিন ধরে। তাই ‘স্ত্রী’-খ্যাত নায়িকার পাত্র নিয়ে চলছে নানারকম কানাঘুষো।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়, দীর্ঘদিনের বন্ধু রোহন শ্রেষ্ঠাকে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের পর এই গুঞ্জন শুরু হয়। তাদের বিয়েতে শুভেচ্ছা জানান রোহন। তার শুভেচ্ছা বার্তা পেয়ে পাল্টা প্রশ্ন করে বসেন বরুণ ধাওয়ান। শ্রদ্ধা কাপুর এবং তিনি এবার সাতপাকে বাঁধা পড়ার জন্য তৈরি কি না জানতে চান। বরুণের সেই প্রশ্নটিই উসকে দিয়েছে শ্রদ্ধার বিয়ের আলোচনা। তবে বিষয়টি নিয়ে রোহন ও শ্রদ্ধা দুজনেই চুপ আছেন।

রোহন শ্রেষ্ঠা একজন সেলেব্রিটি ফটোগ্রাফার। কয়েক বছর ধরেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে রোহনের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। লকডাউনের মাঝেও এই দুজনকে বেশ কয়েকবার রাস্তাঘাটে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।

এদিকে এমনটাও ধারণা করা হচ্ছে যে লেখক রাহুল মোদীকেই বিয়ে করতে চলেছেন নায়িকা। কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা। ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা।

শ্রদ্ধার বিয়ে নিয়ে নানারকম জল্পনা কল্পনা চললেও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট