বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

এসেই ‘তছনছ’ শুরু করলেন ববি!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা ও চলচ্চিত্র প্রযোজক ইয়ামিন হক ববি। সম্প্রতি তিন মাসের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন তিনি। ফিরেই শুরু করেছেন বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিং।

এফডিসিতে চলছে এ সিনেমার শুটিং। ববির দ্বৈত চরিত্রের একটি সহজ-সরল ও অন্যটি প্রতিবাদী তরুণীর। এ প্রসঙ্গে ববি বলেন, ‘প্রথমবার দ্বৈত চরিত্রে কাজ করছি। চিত্রনাট্য ভালোভাবে পড়েছি। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আশা করছি, কাজটি ভালোভাবে শেষ করতে পারব।’

তছনছ সিনেমায় ববির সঙ্গে আছেন মুন্না খান। এ সিনেমার প্রযোজকও তিনি।

এর আগে মুন্না খান বানিয়েছিলেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের সিনেমা। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ডার্ক ওয়ার্ল্ডে মুন্না খানের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের কৌশানি মুখার্জি।

ববির হাতে বর্তমানে রয়েছে একাধিক সিনেমা। এগুলো নিয়েও কথা হচ্ছে। ব্যাটে বলে মিলে গেলে সেগুলোতেও দেখা যাবে এ অভিনেত্রীকে। ববি জানান, নির্মাতা সৈকত নাসিরের সঙ্গে একটি সিনেমার ব্যাপারে কথা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এটি চূড়ান্ত করব। এছাড়া আরও দুটি সিনেমার ব্যাপারে কথা চলছে। হাতে রয়েছে ‘দিওয়ানা’ নামে আরও একটি সিনেমা। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ববি শেষ করেছেন কে এ নিলয় পরিচালিত ‘বউ’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ নামে দুটি সিনেমার কাজ।

সর্বশেষ ববিকে দেখা গেছে ‘ময়ুরাক্ষী’ নামে একটি সিনেমায়। রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি গত বছরের ঈদে মুক্তি পায়। তবে সিনেমাটিও সেভাবে আলোচনায় আসেনি। ফ্লপের তালিকায় রয়েছে ‘পাপ’ নামে আরও একটি সিনেমা। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটিও সুবিধা করতে পারেনি। বলা যায়, ববি অভিনীত পরপর একাধিক সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। তবে দমে যাননি তিনি। বরং নতুন উদ্যমে কাজে ফিরেছেন এ অভিনেত্রী। গত বছর থেকেই ফের কাজে ব্যস্ত হয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার