মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এবার দীপিকাকে খোঁচা দিলেন ফারাহ খান!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

পরপর দুটি ছবি থেকে বাদ পড়ার পর দীপিকা পাড়ুকোনের ৮ ঘন্টা কাজ নিয়ে রীতিমতো উত্তাল নেটপাড়ায়। অনেক প্রযোজক এবং পরিচালকও এই বিষয় নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। এবার একেবারে অন্যরকম ভাবে দীপিকার নির্দিষ্ট সময়ে কাজ নিয়ে কথা বললেন কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান।

ফারাহ খান বর্তমানে তাঁর ভ্লগ নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি গিয়েছিলেন অভিনেতা রোহিত সরাফের বাড়িতে। সঙ্গে গিয়েছিলেন ফারহার বাড়ির রন্ধনশিল্পী দিলীপ। ক্যামেরার সামনে এসেছিলেন রোহিতের মা-ও। তাঁকে ক্যামেরার সামনে আসতে রাজি করাতে নাকি বেশ সময় লেগেছিল ফারহার। তাই বলিউড পরিচালক মজা করে প্রথমে বলেন, কোনও ছবির প্রস্তাবে রাজি হতে দীপিকাও এত বেশি সময় নেয়নি।

দীপিকার কথা উঠতেই দিলীপ বলে ওঠেন, “আপনার অনুষ্ঠানে দীপিকা ম্যাডাম কবে আসবেন?” তখন ফারহা বলেন, “তুই যে দিন গ্রামে যাবি, সেই দিন দীপিকা আসবে। আর শোন, দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার সময় ওর কাছে নেই।”

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দীপিকা মা হন, এখন কন্যা ‘দুয়া’ তার কোল জুড়ে। ২০২৫ সালের মে মাসে জানা যায়, তিনি প্রভাস ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর এই সম্প্রতি ‘কল্কি ২’ ছবি থেকেও দীপিকার বাদ পড়ার কথা সামনে উঠে আসে। অনেকেই মনে করছেন দীপিকা অতিরিক্ত সময় কাজ করতে পারবেন না বলেই পরিচালক এবং প্রযোজকরা অভিনেত্রীকে বাদ দিয়ে দেন। এর পর তাঁর ‘অপেশাদার’ দাবিগুলো নিয়ে আলোচনা শুরু হয়— যার মধ্যে ছিল ছবির লাভের অংশ, ৮ ঘণ্টার শুটিং সীমা, এবং অতিরিক্ত দিনের জন্য বাড়তি পারিশ্রমিক। তবে দীপিকার ঘনিষ্ঠজনেরা মনে করেন এই শর্তগুলো তার তারকাখ্যাতি ও নতুন মায়ের অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট