মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জয়ের জন্মদিনে শুভেচ্ছায় ভাসালেন শাকিব-অপু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

আজ ১০ বছরে পা দিলেন ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাম খান জয়। বিশেষ এ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মা-বাবার শুভেচ্ছায় ভাসছে জয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২ টা পেরোনোর সঙ্গে সঙ্গে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন শাকিব খান। সেখানে বাবা-ছেলের খেলা, হাসি-আনন্দে ভরা মধুর মুহূর্তগুলো ফুটে উঠেছে।

ভিডিওটির ক্যাপশনে আবেগঘন বার্তায় শাকিব লিখেছেন, “শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা— তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা সর্বদা উন্মুক্ত থাকুক।”

তবে শুধু ভিডিও নয়, গভীর রাতেই বিশেষ ভিডিও কলে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন এই ঢালিউড সুপারস্টার।

এর ১ ঘণ্টা পরেই মধ্যরাতে অপু বিশ্বাস ছেলের সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।’

এছাড়া ভক্তরা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে সন্তান জন্ম নিলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের বিষয়ে জানান। এ খবর প্রকাশের ২ বছরের মাথায় শাকিব-অপুর বিচ্ছেদ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট