
ভারতের তামিলনাড়ুতে অভিনেতা বিজয় খালাপতির সমাবেশে পদদলিত হয়ে নারী ও শিশুসহ উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের কারুর জেলায় এ ঘটনা ঘটে। আহত অন্তত সত্তর জন রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিজয় থালাপতি ও তার নবগঠিত দল ‘তামিলাগা ভেত্তরি কাঘাজাম (টিভিকে)’ আগামী বছর নির্বাচনে অংশ নেয়ার কথা। একারণে তামিলনাড়ু জুড়ে তিনি নির্বাচনি প্রচারণা শুরু করেছিলেন। সমাবেশে বিজয়ের ছয়ঘন্টা দেরি করে হাজির হওয়া, ধারণার চেয়ে বেশি লোক জড়ো হওয়া,হুড়োহুড়ি, জ্ঞান হারানো ও পদদলিত হওয়ার কারণে এই মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তামিলনাড়ুতে অভিনয় থেকে রাজনীতিতে যোগ দেয়ার ঐতিহ্য দীর্ঘদিনের।বিজয় থালাপতি রাজনীতির তালিকায় নতুন সংযোজন। এর আগে তামিলনাড়ুর পাঁচ মুখ্যমন্ত্রী- সি এম আন্নাদুরাই, এম করুনানিধি,এমজি রামচন্দ্রন, জানকি রামচন্দ্রন ও জয়ললিতা অভিনয় জগত থেকেই রাজনীতিতে এসেছিলেন। রাজ্যের অন্তত তিনটি স্থানীয় দলের সৃষ্টি এই অভিনেতা কাম পাঁচ মুখ্যমন্ত্রীর হাতে। পুরুষ আধিপত্যের মধ্যেও জানকি রামচরন ও জয়ললিতার মতো নারীরা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন।
এই তালিকায় আরও দুজনের নাম প্রনিধানযোগ্য। একজন অভিনেতা বিজয়কান্ত। ২০০৬ সালে তিনি বিধানসভার সদস্য নির্বাচিত হন। তার দল ৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২৯টিতে জয় পায়। সেই তুলনায় অভিনেতা কমল হাসান ‘ফ্লপ’ই বলা যেতে পারে। তার দল সাইত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনেও জয়লাভ করতে পারে নি। তিনি এখন অনেকটাই রাজনীতি বিমুখ।
তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে থালাপতির অনুসারীরা জয় পেয়েছেন। জাতীয় রাজনীতিতে বিজয়ের ভাগ্য কেমন সেটা জানতে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
মন্তব্য করুন