মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিয়ে করলেন সেলেনা গোমেজ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সেলেনা গোমেজ তার দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্ল্যাংকোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেনি ব্ল্যাংকোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর মাধ্যমে তার জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিয়ের প্রস্তুতির নানা ছবি। সেসব ছবিতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে গোমেজ পরেছিলেন ফুলের নকশায় সজ্জিত সাদা ব্রাইডাল হাল্টার ড্রেস। আর ব্ল্যাঙ্কো সেজেছিলেন টাক্সেডো ও বো টাইয়ে। তাদের বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছিল ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক গোপনীয় ব্যক্তিগত এস্টেট।

সেখানেই ধরা পড়েছে এক অন্য রকম আবহ আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন আর চারপাশে পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্ট। সব মিলিয়ে আয়োজনটি যেন ক্যালিফোর্নিয়ার আভিজাত্য ও গ্ল্যামারের নিখুঁত প্রতিচ্ছবি। অনুষ্ঠানস্থলে ছিল আউটডোর লাউঞ্জ, ককটেল কর্ণার এবং গৌরমেট খাবারের ব্যবস্থা, যেখানে প্রায় ১৭০ জনের বেশি অতিথি অংশগ্রহণ করছিলেন। আর এ আয়োজন ঘিরে এখন গোটা বিনোদন দুনিয়ায় চলছে তুমুল আলোচনা।

সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেলর সুইফট ও প্যারিস হিলটন থেকে শুরু করে ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সহ-অভিনেতা মার্টিন শর্ট ও অ্যাশলে পার্ক সবাই এসেছিলেন এই আয়োজনে। বিবারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের কাজে মন দেন সেলেনা গোমেজ। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন এই গায়িকা। এরপর কেটে যায় কয়েক বছর। ২০২৩ সালের ডিসেম্বরে এই জুটি তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। গত বছর বাগদান সারেন, এবার পরিণয় পেল তাদের প্রেম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট