
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর আজ ৪৩ বছরে পা রাখলেন।
প্রতি বছরের মতো এবারও তার জন্মদিনটি বিশেষ তাৎপর্য বহন করছে কারণ তিনি কেবল একজন অসাধারণ অভিনেতা নন বরং সিনেমার জগতে ‘ক্যামিও কিং’ হিসেবেও পরিচিত। তার ছবিতে যেমন অন্য তারকারা বিশেষ চরিত্রে আসেন তেমনি তিনিও বহু ছবিতে নিজে অতিথি চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন।
রণবীরের ক্যারিয়ার শুরু থেকেই এই বিশেষত্ব দেখা গেছে। তার প্রথম ছবি ‘সাওয়ারিয়া’-তে সালমান খানের উপস্থিতি ছিল এক দারুণ চমক। এরপর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-তে শাহরুখ খানের ক্যামিও ছবির আবেদন আরও বাড়িয়ে দেয়। সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’-তে তার নিজের চরিত্রে সঞ্জয়ের উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল।
এছাড়া রণবীর নিজেও বহু ছবিতে অতিথি চরিত্রে এসেছেন। ‘ভূতনাথ রিটার্নস’ এবং ‘পিকে’-র মতো ছবিতে তার ক্ষণিকের উপস্থিতি স্মরণীয় হয়ে আছে। মাধুরী দীক্ষিতের ‘বাকেট লিস্ট’ ছবিতেও তিনি নিজের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।
এই বিশেষ ক্যামিওগুলোর কারণে রণবীর কাপুরকে বলিউডের ‘রকস্টার’ বলা চলে। জন্মদিনে তার অনুরাগীরা সামাজিক মাধ্যমে ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন। নতুন ছবি ‘অ্যানিমেল পার্ক’ এবং ‘রামায়ণ’ এর অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এটি একটি আনন্দঘন দিন।
মন্তব্য করুন