মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

'অন্ধকারে আলো' সিনেমা মুক্তি পাচ্ছে ১০ অক্টোবর 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

আমরা সবাই অন্ধকারের মধ্যে বসবাস করছি। আমরা বিশ্বাস করি, আলো একদিন আসবেই, রাত শেষে যেমন সকালে আলো আসে। ‘অন্ধকারে আলো' সিনেমা গল্পের ভূয়সী প্রশংসা করে এ মন্তব্য করনে প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান নজরুল।

তিনি বলেন, যতটুকু জেনেছি অন্ধকারে আলো সিনেমাটির গল্পের গভীরতা ব্যাপক। এ সিনেমার গল্প বেছে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার উদ্যোগের ব্যাপারে সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। চলচ্চিত্রের এই খারাপ সময়ে একজন নতুন প্রযোজক এ জগতে প্রবেশ করায় এটা শুধু একটি ব্যক্তির সংস্কৃতিমনার পরিচয় বহন করে না, যা রীতিমত সাহসেরই পরিচয় বহন করে।

জনা যায় গত ২৬ অক্টোবর শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে 'অন্ধকারে আলো' সিনেমার শুভমুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখা নে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব দেওয়ান নজরুল।

অনুষ্ঠানে সিনেমার প্রযোজক বিশিষ্ট সাংবাদিক মীর লিয়াকত আলী বলেন, ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়, ব্যর্থতা মানে আবার নতুন করে শুরু করা। সবার মধ্যে ব্যর্থতা আছে-কেউ শিক্ষায়, কেউ ব্যবসায়, কেউ প্রেমে, কেউ সংসারে, কেউ সমাজে, কেউবা রাজনীতিতে। ব্যর্থতার কারণে আসে হতাশা। আর হতাশা থেকেই জন্ম নেয় অপরাধ করার প্রবনতা। কেউবা নেয় জীবনহানির সিদ্ধান্ত। জীবনহানি ঘটালেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? না হবে না। যারা নিজের জীবন নিজে নেয় তারা কাপুরুষ। তিনি বলেন, হতাশাগ্রস্থ এসব মানুষদের সঠিক পথে আনার ম্যাসেজ দিয়েই তৈরি করা হয়েছে 'অন্ধকারে আলো'। সিনেমাটি আগামী ১০ অক্টোবর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়।

ওই অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘অন্ধকারে আলো’ সিনেমার পরিচালক আনোয়ার সিরাজী । এ সময় তিনি বলেন, তিল তিল করে অন্ধকার থেকে আলোর পথে মানুষকে আসতে এ নাটকীয় উপস্থাপনায় গল্পটি এগিয়ে যায়। কুসংস্কারছন্ন সমাজকে দিক নির্দেশনার গল্প অন্ধকারে আলো চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে আরও মধ্যে বক্তব্য রাখেন, এডিটরস গিলডস-এর সভাপতি ও চলচ্চিত্র পরিচালক আবু মুসা দেবু, নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব, ওয়াজেদ আলী বাবলু, পরিচালক আনোয়ার শিকদার টিটন, বজলুর রাশেদ চৌধুরী, পরিচালক রেজা হাসমত, সহ-অভিনেতা ফরহাদ, ববি, জ্যাকি, রাকিব, মুসকান, ফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু, খ্যাতিমান চিকিৎসক ডা. এ জেড এম মাইদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গনি, ড.কাজী ইমদাদুল হক, সাংবাদিক কে এম শহীদুল হক, জিসাস সিরাজগজ্ঞ জেলা শাখার সভাপতি শফিউদ্দিন, সংগীতশিল্পী অর্জুন বিশ্বাস, রেহেনা আক্তার জ্যোতি প্রমুখ।

অনুষ্ঠানে 'অন্ধকারে আলো' সিনেমার ট্রেলার ও বেশ কয়েকটি গানের চিত্রায়ন প্রদর্শন করা হয় হয়। এই সিনেমার শুভমুক্তি উপলক্ষে স্যুভেনির প্রকাশ করা হয়। অনুষ্ঠাননটির সঞ্চালনা করেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের কো-অর্ডিনেটর মো. হাসেমুজ্জামান।

'অন্ধকারে আলো'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট