
শাহরুখ খান ১৯৮০-র দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ক্যারিয়ারের খাতায় পুরোটাই প্রাপ্তিতে ভরা শাহরুখের। কোথাও কোনো অপ্রাপ্তি নেই। কাজে, সংসারে, ব্যক্তিগত জীবনে।
তবে এবারই প্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। দীর্ঘ ৩ দশকে বলিউডকে একাধিক দুর্দান্ত ছবি উপহার দেওয়ার পরেও অবশেষে জওয়ান ছবির জন্য এই পুরস্কারের সম্মানিত হলেন তিনি। কিন্তু আর কোন কোন ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারের সম্মানিত হতে পারতেন?
সম্প্রতি অনুপম শাহরুখ খানের জাতীয় পুরস্কার পাওয়ার বিষয় মন্তব্য করতে গিয়ে বলেন, আমি সত্যিই ওর জন্য ভীষণ খুশি। অবশেষে ৪০ বছর পর এই পুরস্কারে সম্মানিত হল শাহরুখ। তবে আমার মনে হয় স্বদেশ ছবির জন্য অনেক আগেই জাতীয় পুরস্কারে পুরস্কৃত হওয়া উচিত ছিল শাহরুখ খানের।
অনুপম আরও বলেন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দেবদাস, কুচ কুচ হোতা হে, বীরজারা, পেহেলি এমন অনেক ছবি রয়েছে যার জন্য শাহরুখকে জাতীয় পুরস্কারের সম্মানিত করা উচিত ছিল। যদিও সেটা হয়নি। তবে আমি খুব খুশি যে অবশেষে ও এই পুরস্কার পেল।
সব সিনেমার মাধ্যমে অনুপম খের ‘স্বদেশ’কেই ভোট দিয়েছেন বেশি। কারণ, এটি একটি কাল্ট ক্লাসিক সিনেমা। অবশ্য আশুতোষ গোয়ারিকর পরিচালিত এ সিনেমাটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হলেও বক্সঅফিসে বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। তবে ৫০তম ফিল্মফেয়ার পুরস্কারে শাহরুখ সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন।
অনুপম বলেন, এই বছরের যেটা সবথেকে ভালো বিষয় তাহলে শাহরুখ, রানি এবং করণ একসঙ্গে জাতীয় পুরস্কারের সম্মানিত হয়েছেন। এই বছর ছিল তারকা খচিত ব্লকবাস্টার জাতীয় পুরস্কার।
উল্লেখ্য, শাহরুখ খান ৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে চৌদ্দটি ফিল্মফেয়ার পুরস্কার, যার আটটিই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। ভক্তরা শাহরুখকে দেখতে পাবেন সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভার্মা।
মন্তব্য করুন