
এবার ‘স্বপ্ন বাড়ী’ নিয়ে আসছেন অভিনেতা ও উপস্থাপক আনিসুর রহমান দীপু। এক সময় টিভি নাটকে অভিনয় এবং উপস্থাপনায় ব্যস্ত ছিলেন দীপু। কর্মসূত্রে নিউ ইয়র্কে থাকলে থেমে নেই, সাংস্কৃতিক চর্চা। সেখানেও নিয়মিতভাবে নাটকে অভিনয় করছেন। নিজের পরিচালনা এবং ক্যামেরায় নির্মাণ করছেন একের পর এক মিউজিক ভিডিও। উপস্থাপনাও করছেন বিভিন্ন অনুষ্ঠানে।
সম্প্রতি রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। আর ব্যবসার সে বিষয়টাকে নিয়েই নির্মাণ করছেন রিয়েল এস্টেট সংক্রান্ত অনুষ্ঠান ‘স্বপ্ন বাড়ী’। যার পরিকল্পনা, রচনা এবং উপস্থাপনা করছেন তিনি নিজেই। ‘স্বপ্ন বাড়ী’ প্রসঙ্গে দীপু বলেন, এই অনুষ্ঠান গতানুগতিক রিয়েল এস্টেট সংক্রান্ত অনুষ্ঠানগুলো থেকে একটু ব্যতিক্রম। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরো অনেক বিষয় থাকবে, তাতে দর্শকরা রিয়েল এস্টেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আরো পরিষ্কারভাবে ধারণা পাবেন।
দীর্ঘ দিন মঞ্চ আর টিভি অনুষ্ঠানের অভিজ্ঞতায় ঋদ্ধ দীপু এ অনুষ্ঠান নিয়েও দারুণ আশাবাদী। দীপু বলেন, আরটিভি'র সিইও আশিকুর রহমান এবং শ্রদ্ধাভাজন প্রযোজক মনোয়াার পাঠান ভাইয়ের অনুপ্রেরণাতেই এই অনুষ্ঠান করা।
জানা যায় দীপু'র প্রথম ধারাবাহিক নাটক ছিল, ইমদাদুল হক মিলন রচিত জনপ্রিয় নাটক ‘যুবরাজ’। কাকতালীয়ভাবেই নিউইয়র্ক যাওয়ার আগে দীপুর শেষ নাটক ছিল, ইমদাদুল হক মিলনের রচনায় ‘কোন্ গ্রামের মেয়ে'। এই নাটকে দীপুর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এছাড়াও সে জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’র বিভিন্ন স্কিডেও নিয়মিত অংশ নিতেন। দেশে থাকতে অসংখ্য টিভি নাটকে অভিনয় এবং উপস্থাপনায় অংশ নিয়েছেন তিনি।
মন্তব্য করুন