
হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস তিন দশকেরও বেশি সময় ধরে ভক্তদের মুগ্ধ করে আসছেন। ৫৭ বছর বয়সেও তিনি থেমে থাকেননি। তার ঝলমলে হাসি ও অভিনয়ের গভীরতা আজও দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। সেই ধারাবাহিকতায় আগামী মাসে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘আফটার দ্য হান্ট’। এই মনস্তাত্ত্বিক থ্রিলারটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা লুকা গুয়াডাগ্নিনো।
ছবির কেন্দ্রীয় চরিত্র আলমা অলসন ইয়েল বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা প্রফেসর। এই ভূমিকায় দেখা যাবে জুলিয়াকে। শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে আলমা অত্যন্ত সম্মানিত। কিন্তু হঠাৎ এক অভিযোগ তার চারপাশের সমীকরণ বদলে দেয়। প্রিয় ছাত্রী মেগি (আয়ো এডেবিরি) অভিযোগ তোলে সহকর্মী হেনরিকের (অ্যান্ড্রু গারফিল্ড) বিরুদ্ধে যৌন নিপীড়নের। এরপর বিশ্ববিদ্যালয়ের ভেতর ও বাইরে শুরু হয় উত্তাল বিতর্ক। পরিস্থিতি সামলাতে গিয়ে আলমাকে শুধু প্রতিষ্ঠানের জটিল রাজনীতির মুখোমুখি হতে হয় না, বরং অতীতের গোপন অধ্যায়ও তার সামনে ভেসে ওঠে।
আফটার দ্য হান্ট-এ শুধু যৌন নিপীড়নের অভিযোগ নয়, বরং ক্ষমতার অপব্যবহার, সত্য–মিথ্যার দ্বন্দ্ব, বন্ধুত্ব ও বিশ্বাসঘাতকতা, সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার সূক্ষ্ম সীমারেখা নিয়েও গভীর প্রশ্ন তোলা হয়েছে। আলমার মানসিক টানাপোড়েন ও আত্মসমীক্ষা দর্শকদের নিয়ে যাবে রহস্য ও উত্তেজনায় ভরপুর এক যাত্রায়।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন গুয়াদানিনোর নিয়মিত অভিনেতারা। এর মধ্যে আছেন মাইকেল স্টুহলবার্গ ও ক্লো সেভিনি। সিনেমার চিত্রনাট্য লিখেছেন নোরা গ্যারেট। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রযোজক হিসেবে ছিলেন গুয়াদানিনো, ব্রায়ান গ্রেজার, জেব ব্রোডি ও অ্যালান ম্যান্ডেলবাম। নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন গ্যারেট, কারেন লান্ডার, জাস্টিন উইলকস ও অ্যালিস ডসন।
‘আফটার দ্য হান্ট’ নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে ১০ অক্টোবর ও বিশ্বব্যাপী ১৭ অক্টোবর মুক্তি পাবে।
মন্তব্য করুন