
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি-মিথিলা সংসার পেতেছেন এটা পুরোনো খবর। দুইজনের বৈবাহিক সম্পর্ক নিয়ে বেশ কৌতূহল ভক্তদের। তাদের সংসার ভাঙ্গছে এমন খবরও চাউর হয়েছিল নেটিজেনদের মাঝে। সম্প্রতি তারা ফের আলোচনা এসেছেন। আলোচনার কারণ অনুসন্ধানে জানা যায় সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে নাম জড়াচ্ছে সৃজিতের। শারদীয় দুর্গোৎসবের মধ্যে গতকাল সুস্মিতার সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়ে আলোচনায় ছিলেন তারা। এতে তাদের প্রেমের গুঞ্জনের পালে হাওয়া লেগেছে।
এরই রেশ ধরে সম্প্রতি সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় মিথিলাকে। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তাকে সরাসরি উপস্থাপক প্রশ্ন করেন, অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়-আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেন, এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।
উনি কি এখনো আপনার স্বামী?-এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?-মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয় ২০১৯ সালের ডিসেম্বরে।
বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি। সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার দূরত্ব নিয়ে আলোচনাও রয়েছে। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা যায় না।২০২৪ সালের জুলাইয়ের পর মিথিলা আর কলকাতা যাননি। কেন যাননি জানতে চাইলে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’
মন্তব্য করুন