
নতুন করে ফের আলোচনায় উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কুমার শানু। বিশেষ করে তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁদের দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং শানুর পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের জটিলতা নিয়ে সাহসী মন্তব্য করেছিলেন। সেখানে ছিল কুমার শানুর বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীর বিস্তর অভিযোগ। রীতার দাবি, বিবাহবিচ্ছেদের সময় তিনি হাতে পান মাত্র ১০০ টাকা। সংসার চালাতে বাধ্য হয়ে বিক্রি করতে হয় নিজের গয়না। অভিযোগ এখানেই শেষ নয়- ২০০৫ সালের মুম্বই বন্যায় ছেলেরা হারিয়ে গেলে, শানু নাকি একবারও খবর নেননি। ‘আমি সারারাত খুঁজেছি, আতঙ্কে কেটেছে সময়। কিন্তু ওঁর কোনও উদ্বেগ ছিল না’ দাবি রীতার।
সবচেয়ে কঠিন সময়ের কথা উল্লেখ করে রিতা বলেন, ‘আমার বাবা যখন মারা যান, তখন জান আমার গর্ভে। নির্যাতনের সীমা ছাড়ানো হয়েছিল। সেই সময়েই শানু আদালতে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেন। গর্ভাবস্থায় স্ত্রীকে আদালতে টেনে নেওয়া! এদিকে তার অন্য সম্পর্ক নিয়েও প্রমাণ বের হয়।
এবার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন কুমার শানু। নিজের আইনজীবী সানা রইস খানের মাধ্যমে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। সানা সেই আইনি নোটিসে রীতার অভিযোগগুলিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
এ বিষয়ে আইনজীবী সানা রইস খানের কড়া বক্তব্য ৪০ বছরেরও বেশি সময় ধরে গানের মাধ্যমে কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন শানু। কিছু মিথ্যা অভিযোগ হয়তো ক্ষণিকের হইচই তুলতে পারে, কিন্তু তা কোনওদিন তাঁর মর্যাদা, কাজ মুছে দিতে পারবে না। পরিবারের সম্মান রক্ষায় আমরা আইনের সমস্ত শক্তি প্রয়োগ করব।
প্রসঙ্গত, ১৯৮০ সালে কুমার শানু ও রীতা ভট্টাচার্যের বিয়ে হয়। কিন্তু অশান্তি আর ভাঙন ডেকে আনে ১৯৯৪ সালের বিবাহবিচ্ছেদ। সেই সময় শানুর সঙ্গে অভিনেত্রী কুনিক্কা সদানন্দের নাম জড়িয়েছিল। পরবর্তীতে ২০০১ সালে সলোনি ভট্টাচার্যকে বিয়ে করেন গায়ক। বর্তমানে তাঁদের দুই কন্যা রয়েছে।
সুরের জগতে যিনি 'হিট মেশিন',ব্যক্তিগত জীবনে সেই তিনি আজ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। একদিকে প্রাক্তন স্ত্রীর করুণ অথচ বিস্ফোরক অভিযোগ, অন্যদিকে আইনের শক্ত হাতে গায়কের পাল্টা পদক্ষেপ- এই টানাপোড়েন ঘিরে বলিউড মহল এখন সরগরম।
মন্তব্য করুন