মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গুগল-ইউটিউবের বিরুদ্ধে মামলা করলেন ঐশ্বরিয়া-অভিষেক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম

এবার আইনি পথে পা বাড়ালেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। জানা গেছে তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তারা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মানহানিকর ও বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারের অভিযোগে তারা প্ল্যাটফর্ম ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, তারকা দম্পতি গুগল এবং অন্যদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করছেন। একই সঙ্গে এ ধরনের ডিপফেক ভিডিও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এই তারকা দম্পতি।

আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে শত শত ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে এআই-এর মাধ্যমে তাদের মুখ, কণ্ঠস্বর এবং অবয়ব ব্যবহার করে ‘ভয়াবহ’, ‘যৌন উসকানিমূলক’ ও ‘কাল্পনিক’ দৃশ্য তৈরি করা হয়েছে। এসব ভিডিও কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের ব্যক্তিগত জীবন ও পেশাদার সুনামের মারাত্মক ক্ষতি করছে।

আবেদনে উল্লেখ করা হয়, ইউটিউবে এমন ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে-‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন’, কিংবা ‘ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন’। এসবই মনগড়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া।

তারকা দম্পতির বক্তব্য- এসব কনটেন্ট কেবল তাদের সুনামে আঘাত করছে না, বরং এটি তাদের ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। তারা এ ধরনের ভিডিও প্রচার বন্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট