
		সাহসী রূপে প্রখর রোদে সমুদ্র পাড়ে উষ্ণতা ছড়াচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনেত্রীর এ লুক নজর কেড়েছে নেটিজেনদের। প্রশংসা কুড়াচ্ছে সহকর্মী অভিনেত্রীরও।
শনিবার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনটি ছবি আপলোড করেন ফারিয়া। ছবিতে দেখা যাচ্ছে, নীল সমুদ্র পাড়ে কালো বিকিনি পরে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী।
খোলা চুলে চোখের চাহনি আর মিষ্টি হাসিতে জলকেলিতে মেতে উঠেছেন ফারিয়া। গরমে শীতল স্নিগ্ধতায় ভরিয়ে তুলছেন চারপাশ। ক্যাপশনে ফারিয়া প্রশ্ন ছুঁড়ে লেখেন, তোমার চোখের জন্য অনেক বেশি? তাহলে স্ক্রল করো প্রিয়।
ফেসবুক পেজের স্ট্যাটাসটি ব্যক্তিগত প্রোফাইলেও শেয়ার করেছেন ফারিয়া। সেখানে মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানান দুই বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।
ফারিয়াকে উদ্দেশ করে লেখেন, ‘উফ গরমি।’ মাহির এমন প্রতিক্রিয়ায় লাজুক ইমোজি জুড়ে দেন ফারিয়া।
কমেন্ট বক্সে নেটিজেনরাও ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। নুসরাত ফারিয়াকে সবসময়ই সরব থাকতে দেখা যায় ফেসবুকে।
মন্তব্য করুন