মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

তিন বছর পর অর্থহীনের নতুন অ্যালবাম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম

প্রায় তিন বছর বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। আগামী ১৭ অক্টোবর প্রকাশ পাবে ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। অ্যালবাম প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরের ঘোষণাও দিয়েছে অর্থহীন।

অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তারা নিউইয়র্ক, পেনসিলভানিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়াসহ অন্তত ১২টি শহরে মঞ্চে উঠবে।

এর আগে ১০ অক্টোবর আয়োজন করা হবে বিশেষ অনুষ্ঠান ‘সিক্রেট লিসেনিং পার্টি’। উল্লেখ্য, এর প্রথম পর্ব ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে।

ব্যান্ডটির লাইনআপে রয়েছেন ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমন, মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)। গত কয়েক বছরে ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন সুমন নানা শারীরিক সমস্যার কারণে মঞ্চে নিয়মিত উপস্থিত হতে পারেননি। ক্যান্সার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসার পাশাপাশি বেশ কয়েকটি অস্ত্রোপচারও করতে হয়েছে তাকে। এ কারণে দেশের বাইরে এবং দেশের মধ্যে অ্যালবাম প্রচার ও কনসার্ট আয়োজনও সীমিত হয়েছে।

অর্থহীনের ব্যবস্থাপক এহসানুল হক বলেন, ‘সুমন ভাইয়ের অসুস্থতার কারণে আমরা কয়েক বছর ধরে দেশের বাইরে যেতে পারিনি। এবার ভাইয়ের সম্মতি মিলেছে, তাই এ আন্তর্জাতিক সফর বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সফরটি ব্যান্ডের জন্য নতুন উদ্যমের শুরু।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট