
পুজো শেষ হতেই মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন দুই তারকা। সেখানে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করলেন রণবীর-দীপিকা। সঙ্গে নেই আলিয়া ভাট কিংবা রণবীর সিংহ। অনেকেরই কৌতূহল দু’জনেই নিজেরদের স্বামী বা স্ত্রীকে ছাড়া কোথায় যাচ্ছেন?
প্রেম ভেঙেছে বহু বছর হল। দু’জনেই আলাদা সংসার পেতেছেন। কাজের জগতে সুপ্রতিষ্ঠিত তারা। ফলে মন কষাকষিও জিইয়ে রাখেননি নিজেদের মধ্যে। সচরাচর প্রাক্তনদের ক্ষেত্রে সম্পর্কের যে অবনতি হয় তাদের ক্ষেত্রে যে সেটা হয়নি তা এখানে স্পষ্ট। বিমানবন্দরে দেখা হতেই, পুরনো দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরলেন। বিমানবন্দরের দরজার বাইরে থেকে তোলা সেই মুহূর্ত নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে।
মুম্বাই বিমানবন্দর থেকে বিমানে চেপে তারা নামেন দিল্লিতে। একসঙ্গে বার হলেন বিমানবন্দর থেকে। রণবীরের পরনে কালো কো-অর্ড সেট। দীপিকার পরনে ধূসর রঙের জাম্পস্যুট। বিমানবন্দর থেকেই গাড়ি আলাদা হয় তাদের। গাড়িতে ওঠার আগে রণবীরকে দীপিকার উদ্দেশে বলতে শোনা যায়, ‘‘দেখা হচ্ছে তোমার সঙ্গে।’’ মুখে কিছু না বললেও মাথা নেড়ে সম্মতি জানান অভিনেত্রী।
তাদেরকে একসঙ্গে দেখে অনুরাগীরা আশা করছে ফের হয়তো নতুন কোন কাজে দেখা যাবে রণবীর-দীপিকাকে।
উল্লেখ্য, দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়েছিল ২০০৮ সালে, তাদের প্রথম একসঙ্গে কাজ ‘বাঁচনা অ্যায় হাসিনো’-তে। প্রায় দু’বছরের সম্পর্কের পর বিচ্ছেদ হয় তাদের। পরে দীপিকা ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং-এর সঙ্গে; তাদের কন্যা দুয়া। অন্যদিকে রণবীর কাপুর ২০২২ সালে আলিয়া ভাটকে বিয়ে করেন, তাদের কন্যা রাহা। তবে বিচ্ছেদের পরেও দু’জনের পেশাদার সম্পর্ক বন্ধ হয়নি। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ (২০১৩) আর ‘তামাশা’ (২০১৫)-তে তাদের পর্দার রসায়ন আজও ভোলেনি দর্শকরা।
মন্তব্য করুন