
সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার স্বামী গায়ক নিক জোনাসের সঙ্গে একটি পোস্ট শেয়ার করেছেন। নিক মনোযোগ দিয়ে স্ত্রীর চুল থেকে ক্লিপগুলো খুলে দিচ্ছেন অনুষ্ঠানের পর, ৪ অক্টোবর ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার পোস্ট-এ এমনটাই দেখা যায়।
একটি এনজিও-র অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ছিল সেখানে, যা দেখে ভক্তরা রীতিমতো মুগ্ধ! ক্যাপশনে তিনি সংস্থার কাজের প্রশংসা করলেও, নজর কাড়ে তার ছবি ও বিশেষ ভিডিও। সেখানে দেখা যায়, নিক তার স্ত্রীর হেয়ারস্টাইল থেকে পিন খুলে দিচ্ছেন। পরবর্তী ছবিতে প্রিয়াঙ্কার চুল এলোমেলো, মুখে প্রশান্তির হাসি— গায়ক স্বামীর সাহায্যের পর এক স্বস্তির মুহূর্ত। প্রিয়াঙ্কা লেখেন, ‘We are back.’
একজন ভক্ত মন্তব্য করেন, ‘তুমি আর নিক তো রাজকীয়! অসাধারণ প্রিয়।’ আর একজন লেখেন, ‘ওহ মাই গড, আমার পাওয়ার কাপল।’ পোস্টের অন্য একটি ছবিতে প্রিয়াঙ্কা নিক জোনাসকে কয়েক জনের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। ছবিগুলো দেখে বোঝা যায়, অনুষ্ঠানটি নিউ ইয়র্কে হয়েছিল।
প্রিয়াঙ্কা ২০০৮ সালে রাজস্থানে নিকের সঙ্গে বিয়ে সম্পন্ন করেছিলেন। তাদের প্রথম ঐতিহ্যবাহী খ্রিস্টান বিয়ে হয়েছিল এবং তারপরে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। ২০২২ সালের জানুয়ারিতে, তারা সারোগেসির মাধ্যমে কন্যা মালতিকে স্বাগত জানান। বর্তমানে মুম্বাই ছেড়ে লস এঞ্জেলসে সুখী গৃহকোণ সাজিয়েছেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন