
ফের আলোচনায় পাশ্চাত্যের পপ তারকা টেইলর সুইফ্ট। আলোচনার কারণ তার দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। নতুন এ অ্যালবামের জন্য প্রশংসায় ভাসছেন এ পপকন্যা। বিশেষ করে নিউইয়র্ক টাইমস, সিএনএন, ভ্যারাইটি, বিবিসি, এপিসহ প্রায় প্রতিটি সংবাদমাধ্যমে অ্যালবামটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। যদিও ১২ গানের নতুন এ অ্যালবামে কিছু গানের কথা নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন।
জানা যায় টেইলর সুইফ্টের একাদশতম অ্যালবাম ছিল ‘দ্য টর্চার্ড পোয়েট্স ডিপার্টমেন্ট’। এ্যালবামটি গত বছরের ১৯ এপ্রিল রিলিজ হয়। এর পরই স্পটিফাইয়ের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়ার রেকর্ড গড়ে অ্যালবামটি। সেই অ্যালবামের প্রি-সেভ রেকর্ড ভেঙে দিয়েছে সম্প্রতি প্রকাশ হওয়া এই শিল্পীর দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। এমন তথ্যই জানিয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই।
৩ অক্টোবর প্রকাশিত অ্যালবামটির প্রি-সেইভ সংখ্যা পাঁচ মিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছেন তারা। স্পটিফাইয়ের নির্বাহী মেডেলিন বেনেট আরও জানিয়েছেন, টেইলরভক্তদের জন্য অ্যালবামটির নিয়মিত আপডেইট অনলাইনে উপস্থাপন করা হবে।
এদিকে ফুটবল তারকা ট্রাভিস কেলসির প্রেমে হাবুডুবু খাওয়া ৩৫ বছর বয়সি এ তারকাকে এ অ্যালবামে আরও প্রাণবন্তভাবে পাওয়া গেছে। অনেকেই বলছেন অ্যালবামে প্রেমকে অতিরঞ্জিত করেছেন শিল্পী। আবার কেউ কেউ বলছেন এটি টেইলর সুইফ্টের ‘অ্যাডাল্ট’ অ্যালবাম।
মূলত ১২টি ট্র্যাকের এ অ্যালবামে শিল্পী তার জীবন এবং অনুভূতিগুলোকে তার ভক্তশ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রথম গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’তে তিনি শেক্সপিয়ারের ট্র্যাজেডি গল্প ‘হেমলেট’কে স্মরণ করেছেন। সে গল্পে ওফেলিয়ার করুণ পরিণতিকে মেনে নিতে পারেননি শিল্পী। আবার পাছে ভয় পান, কেলসির সঙ্গে যেন তার একই রকম ভুল বোঝাবুঝির ঘটনা না ঘটে। তিনি গেয়েছেন, ‘আর যদি তুমি কখনো আমার কাছে না-আসতে, আমি হয়তো বিষণ্নতায় ডুবে যেতাম’ (ওফেলিয়ার মতো)।
দ্বিতীয় ট্র্যাক ‘এলিজাবেথ টেলর’-এ প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের শ্রদ্ধা জানিয়েছেন। তার প্রেমকে স্মরণ করেছেন। এ ট্র্যাকে আবারো (কেলসির সঙ্গে) নিজের প্রেমকে শক্ত গাঁথুনিতে বাঁধতে চেয়েছেন। তৃতীয় গানটিও তিনি গেয়েছেন কেলসি-বন্দনায়। ‘এল্ডেস্ট ডটার’ গানে তিনি স্মরণ করিয়ে দেন তারকারাও অনুভূতিপ্রবণ মানুষ। শৈশবের স্মৃতিকাতরতার প্রতিফলন ঘটিয়েছেন ‘রুইন দ্য ফ্রেন্ডশিপ’ গানে। ‘অ্যাকচুয়ালি রোম্যান্টিক’ গানে সহশিল্পী চার্লি এক্সসিএক্সকে স্মরণ করেছেন বলে মনে হচ্ছে। ইতঃপূর্বে চার্লির গাওয়া ‘সিম্প্যাথি ইজ আ নাইফ’ গানটিক সুইফ্টকে নিয়ে গাওয়া বলে অনেকেই মনে করেছিলেন। এমনকি সুইফ্টও।
এ কারণেই হয়তো তিনি এ গানে তার জবাব দিয়েছেন। প্রেমিক কেলসিকে নিয়ে গড়া স্বপ্নের গল্প বলে গেছেন আট নম্বর ট্র্যাক ‘উইশ লিস্ট’-এ। তার সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে বিভোর হন শিল্পী। অ্যালবামের শেষ গান ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। এ গানে সহশিল্পী সাবরিনা কার্পেন্টারকে ফিচার করেছেন শিল্পী। এ গানে খ্যাতির উত্থান-পতন সম্পর্কে জ্ঞান দিয়েছেন সুইফ্ট। এই গানে প্রকৃত অর্থে সাবরিনাকেও একজন শোগার্ল হিসাবে উপস্থাপন করেছেণ সুইফ্ট। এতে দারুণ উচ্ছ্বসিত সাবরিনাও।
মন্তব্য করুন