মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শোয়েব মালিক-সানার বিচ্ছেদ গুঞ্জন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম

ফের বিচ্ছেদ হয়েছে ক্রিকেটার শোয়েব মালিকের। এমন গুঞ্জন ছড়িয়েছে নেট দুনিয়ায়। বিয়ের দেড় বছরের মাথায় শোয়েব মালিক ও অভিনেত্রী সানা জাভেদ দম্পতির বিচ্ছেদ হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। তবে গুঞ্জন কতটা সত্য? কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে গুঞ্জনটা ডালপালা মেলে। এক অনুষ্ঠানে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কেউ কারও সঙ্গে কথা বলছেন না। কেউ কারও দিকে তাকাচ্ছেনও না ।

অবশ্য কোনো কথা না বলে ছবি প্রকাশ করে গুঞ্জনের জবাব দিয়েছেন এই দম্পতি। সেই ছবিতে দেখা গেছে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে ফুরফুরে মেজাজে সময় কাটছে এই তারকা দম্পতির। দেশটির ইউনিভার্সাল সিটি, লস অ্যাঞ্জেলেস, সান্তা মনিকাসহ নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা।

দুজনের সম্পর্কটা অটুট রয়েছে বলেই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো। জানা যায় এটি শোয়েব মালিকের তৃতীয় বিয়ে, সানার দ্বিতীয়। ২০২০ সালে পাকিস্তানি গায়ক উমর জসওয়ালকে বিয়ে করেছিলেন সানা। ২০২৩ সালে আলাদা হয়ে যান তাঁরা। পাকিস্তানি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সানা।

২০১২ সালে ‘শেহের-ই-জাত’ সিরিয়াল দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। রোমান্টিক সিরিয়াল ‘কাহানি’তে অভিনয়ের সুবাদে দর্শকমহলে পরিচিতি পান তিনি। এতে অভিনয়ের জন্য লাস্ট স্টাইল অ্যাওয়ার্ডে মনোনয়নও পান তিনি।

পরবর্তী সময়ে ‘রুশওয়াই’, ‘ডাঙ্ক’সহ বেশ কয়েকটি সিরিয়ালে পাওয়া গেছে তাঁকে। রোমান্টিক সিরিয়াল ‘কাহানি’তে অভিনয়ের সুবাদে দর্শকমহলে পরিচিতি পান তিনি। এতে অভিনয়ের জন্য লাস্ট স্টাইল অ্যাওয়ার্ডে মনোনয়নও পান তিনি। পরবর্তী সময়ে ‘রুশওয়াই’, ‘ডাঙ্ক’সহ বেশ কয়েকটি সিরিয়ালে পাওয়া গেছে তাঁকেইনস্টাগ্রাম থেকে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট