
		ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। পঞ্চম দিনে এই কন্নড় ছবিটি এক অনন্য নজির গড়েছে। গত সোমবার ‘বাহুবলী ২’ কে পিছনে ফেলেছে ছবিটি।
‘কান্তারা:চ্যাপ্টার ১’ কর্ণাটক রাজ্যে তার প্রথম সোমবারের কালেকশনে দীর্ঘ আট বছর ধরে টিকে থাকা ‘বাহুবলী ২’ এর রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। ‘বাহুবলী ২’ এর এক সোমবারের সর্বোচ্চ কালেকশন ছিল ১১.৫০ কোটি রুপি। যেখানে ‘কেজিএফ ২’ এর সর্বোচ্চ কালেকশন ছিল ৮.৭৫ কোটি রুপি। সেখানে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ শুধুমাত্র সোমবারেই ১৩ কোটির বেশি আয় করেছে যা পূর্বের দুটি রেকর্ডকেই বহুলাংশে ছাপিয়ে গেছে।
সোমবার যেহেতু কর্মদিবস তাই এই দিনে এমন বিপুল আয়কে বক্স অফিস বিশ্লেষকরা ঐতিহাসিক বলে অভিহিত করছেন। মাত্র পাঁচ দিনে ছবিটি শুধুমাত্র কর্ণাটক রাজ্য থেকেই প্রায় ৯০ কোটি আয়ের কাছাকাছি পৌঁছে গেছে। এই গতি বজায় থাকলে ৬ দিনের রেকর্ড সময়ে কর্ণাটকে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করবে ছবিটি। রাজ্যে এটি হবে ‘বাহুবলী ২’, ‘কেজিএফ ২’ এবং মূল ‘কান্তারা’ এর পর চতুর্থ সিনেমা যা এই কৃতিত্ব অর্জন করবে।
পাঁচ দিন শেষে ভারতে ছবিটির মোট নিট কালেকশন ২৫০ কোটি রুপির বেশি ছাড়িয়ে গেছে যা ২০২২ সালের মূল ‘কান্তারা’ এর লাইফটাইম কালেকশনের দিকে দ্রুত এগিয়ে চলেছে।
ঋষভ শেঠীর লেখা, পরিচালিত এবং অভিনীত ‘কান্তারা: চ্যাপ্টার ১’ প্রমাণ করলো যে লোক-ঐতিহ্যের গল্প এবং শক্তিশালী সিনেমাটিক উপস্থাপনা আজও বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে সক্ষম।
মন্তব্য করুন