মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আসছে অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম

অচিরেই প্রকাশ হতে যাচ্ছে ‘অর্থহীন’ ব্যান্ডের নতুন ঘরানার অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’। ব্যান্ড সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে আট গান নিয়ে তৈরি হয়েছে এই অ্যালবামটি। আর এ অ্যালবামে গানের গল্প তৈরি হয়েছে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধ ঘিরে। বিশেষ করে অন্ধকার ও প্রতিশোধের বার্তা নিয়ে আসছে নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। আগামী ১৭ অক্টোবর প্রকাশ পাবে অ্যালবামটি। এ উপলক্ষে সিক্রেট লিসেনিং সেশনের আয়োজন করা হয়েছে। ছোট পরিসরের এই কনসার্ট হবে ১০ অক্টোবর।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) এ উপলক্ষে রাজধানীর মহাখালির একটি রেস্তোরায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এ তথ্য জানান ‘অর্থহীন’ ব্যান্ডের প্রধান বেজিস্ট ‘বেজবাবা’ খ্যাত শিল্পী সাইদুস সালেহীন খালেদ সুমন। অ্যালবামটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিনিক্সের ডায়েরি ২’ একটা নতুন জনরা তৈরি করা হয়েছে। এই অ্যালবাম দিয়ে নতুন এক ধরনের বাংলা রক পাবে শ্রোতারা।

অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও অর্থহীনের সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলকে। অ্যালবামটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্র্যামি নমিনি গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি; মাইক স্টারন ও ‘পল সায়মন’ খ্যাত স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি; সুপ ডগ, স্টিভি ওয়ান্ডার, ‘ডক্টর ড্রে’ খ্যাত বেইজ প্লেয়ার বাবি লুইস এবং সুমনের ছেলে আহনাফের কিছু অংশগ্রহণ রয়েছে বলে জানান এই গায়ক।

তিনি বলেন আজম খান আমাদের সংগীতের নতুন ধারা দিয়ে গিয়েছেন। এরপর স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে কিন্তু আমরা নিজস্ব কোনো ঘরানা তৈরি করতে পারিনি। এবার বলতে পারব এটা ‘অর্থহীনের’ নিজস্ব ঘরানা। আমরা এই জনরার নাম দিয়েছি ‘বাংলা ন্যু রক’।

সুমন আরও বলেন, অ্যালবামের গানগুলো শুনলে শ্রোতারা প্রথমে একটা ধাক্কা খাবে। তবে আশা করছি, দর্শকরা বেশকিছু সারপ্রাইজ পাবে। ফিনিক্সের ডায়েরি ১ অ্যালবামে ‘ফিনিক্স ১’ একটা গান ছিল। যেটা মাঝপথে শেষ হয়ে যায়। ‘ফিনিক্সের ডায়েরি ২’ এই অ্যালবামে সেই গানটা পূর্ণতা পাবে। কেউ যদি দুইটা গান একত্রিত করে শোনে তাহলে ভিন্ন এক অনুভূতি পাবে।

তিনি জানান নতুন অ্যালবামে গানের গল্প তৈরি হয়েছে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধ ঘিরে। প্রথম অ্যালবামে ফিনিক্সের সহনশীলতা এবং পুনর্জন্মের চিত্র ছিল। এই অ্যালবামে চরিত্রটি চরম ক্ষতির পর প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে আশার প্রতীক থেকে ধ্বংসের প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়।

সুমন বলেন, একটা পাখি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাই থেকে তার নতুন জন্ম হয়। নতুন জন্ম পেয়ে সে প্রতিশোধপরায়ণ হয়ে যায়। আগে সে যে ভালো বার্তা দিত, এখন সেই বার্তা প্রতিশোধে পরিণত হয়। তার অসুস্থতার সময় বা পুড়ে যাওয়ার সময় সে কাউকে পাশে পায়নি। যাদেরকে পায়নি তাদেরকে ছেড়ে নতুন করে তৈরি হওয়ার গল্প বলবে। এই অ্যালবামটি হবে পূর্বের চেয়েও অন্ধকার, আরও তীব্র এবং সঙ্গীতগতভাবে আরও সমৃদ্ধ।

এই শিল্পী বলেন, অ্যালবাম ঘিরে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আমরা ভক্তদের জন্য ছোট পরিসরে সিক্রেট লিসনিং সেশন কনসার্ট আয়োজন করছি। অ্যালবাম রিলিজের এক সপ্তাহ আগে প্রি বুকিংয়ের মাধ্যমে অল্প শ্রোতা নিয়ে এই আয়োজন করা হচ্ছে। আমাদের বড় করে আয়োজন করার ইচ্ছে ছিল। কিন্তু দেশের যে পরিস্থিতি তাতে আমরা বড় কনসার্ট করার অনুমতি পাব না।

কনসার্টে শ্রোতাদের জন্য একটা গিফট বক্স রাখছেন জানিয়ে সুমন বলেন, নব্বই দশকে যারা বিভিন্ন সিডি বা ক্যাসেট কিনত তাদেরকে একটা বুক লিস্টের মত দিত। যেখানে অ্যালবাম নিয়ে বিস্তারিত লোখা থাকত। পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দিতে আমরা সেটা তৈরি করেছি। এছাড়া ফিনিক্সের ডায়েরি আমরা গিফট করছি, যেটি বাইরে থেকে তৈরি করে আনতে হয়েছে। রিচ ব্যান্ড, টিশার্ট দিচ্ছি।

‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের একটি গান ‘উন্মাদ’ গত ২ অক্টোবর অর্থহীনের ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে। আর বাকি সাত গান আগামী ১৭ অক্টোবর ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট