বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

দ্বিতীয়বার বাবা হলেন সালমানের ভাই আরবাজ!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পিএম

বলিউড অভিনেতা আরবাজ খান ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। মেকআপ আর্টিস্ট সুরা খান মুম্বাইয়ে হিন্দুজা হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে বর্তমানে খুশিতে পুরো খান পরিবার।

এর মধ্যেই কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন বাবা-মা। মেয়ের নাম রাখা হয়েছে— সিপারা। অনেকেই মনে করছেন, বাবা ও মায়ের নামের অক্ষর মিলিয়েই ঠিক করা হয়েছে এই নাম।

৮ অক্টোবর হাসপাতাল থেকে মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার পথেই ক্যামেরার সামনে আসেন আরবাজ। সাদা তোয়ালেতে মোড়া কন্যা, বাবার মুখে হাসি। দেখে উত্তেজিত হয়ে ওঠেন ছবি শিকারিরা। তারা শুভেচ্ছায় ভরিয়ে দেন কন্যার বাবাকে। নতুন বাবা সকলকে ধন্যবাদ জানান। তবে কন্যাসন্তানের মুখ এ দিন প্রকাশ্যে আনেননি তিনি। সুরাকেও দেখা যায়নি ক্যামেরার সামনে।

২০১৬ সালে মলাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল আরবাজের। মালাইকার সঙ্গে এক পুত্রসন্তান রয়েছে তার, নাম আরহান খান। ২০২৩-এ রূপটানশিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ। আরহান নিয়মিত খোঁজ নিয়েছেন তার সৎমা সুরার। এমনকি হাসপাতালে সুরার সঙ্গে দেখাও করতে এসেছেন তিনি। তবে এই নিয়ে স্পষ্ট কোনও প্রতিক্রিয়া দেননি প্রাক্তন স্ত্রী মলাইকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার