
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির ওপর দিয়ে ধারাবাহিকভাবে ঝড় ঝঞ্ঝা বয়ে যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ইনিংস শুরুর আগেই একের পর এক ঝড়ের মুখে তিনি। কিছুদিন আগেই কারুরের মিছিলে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনায় রোষানলে পড়েন এ অভিনেতা। এই ঘটনার পর নিহতদের পরিজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি শিগগিরই করুরে গিয়ে তাদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা। এছাড়াও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু থামছে না অশান্তি। এবার বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে বলে ফোনে হুমকি দেয়া হলো। রাত তিনটার দিকে একটি ‘ভয়েস মেল’ আসে বিজয়ের কাছে। সেখানে জানানো হয়, অভিনেতার চেন্নাইয়ের বাড়িতে নাকি বোমা আছে।
জানা গেছে, হুমকি পাওয়া মাত্র পুলিশের একটি বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছায়। শুরু হয় তল্লাশি। যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে; যিনি ফোন করেছিলেন, তার লোকেশন ট্র্যাক করে তাকে ধরার চেষ্টা চলছে। পুলিশ আরও জানিয়েছে, হুমকিদাতার সেই ফোনটি কন্যাকুমারী থেকে এসেছিল।
এর আগে এক খবরে গণমাধ্যমগুলো জানায় চেন্নাই পুলিশ সদর দপ্তরে ফোন করে এক ব্যক্তি হুমকি দেন-বিজয় যদি ভবিষ্যতে আবার জনসভা করেন, তাহলে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ফোনটি আসে কন্যাকুমারী জেলা থেকে। এরপরই পুলিশ তৎপর হয়ে বিজয়ের বাড়িতে তল্লাশি চালায়, যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু মেলেনি।
এদিকে বোমা আতঙ্কের পরই রাজনীতিবিদ বিজয় থালাপতির নিরাপত্তা বাড়াতে জোর দিয়েছে তামিলনাড়ু পুলিশ। অভিনেতার বাড়ির বাইরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন