মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রঞ্জিত মল্লিকের আফসোস

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক আবারও ফিরছেন বড় পর্দায়, সঙ্গে রয়েছেন তাঁর কন্যা জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ১৬ বছর পর বাবা-মেয়ে এক ছবিতে। তাদের নতুন সিনেমার নাম “স্বার্থপর” । ছবিটি পরিচালনা করছেন নির্মাতা অন্নপূর্ণা বসু, এবং প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। সিনেমাটি মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ২১ অক্টোবর।

“স্বার্থপর” একটি পারিবারিক সম্পর্কভিত্তিক গল্প, যেখানে আদালতের লড়াইয়ের মাধ্যমে ফুটে উঠেছে ভাই-বোনের জটিল ভালোবাসা, দূরত্ব এবং মান-অভিমান। ছবির মূল কেন্দ্রবিন্দু দুই ভাইবোন — যাদের পারিবারিক সম্পত্তি নিয়ে আইনি দ্বন্দ্বের সূত্র ধরে গল্পের বাঁক শুরু হয়। এই মামলার দুই পাশে থাকেন দুই আইনজীবী — তাদের মধ্যে একজন হলেন কিংবদন্তি রঞ্জিত মল্লিক। তাঁর চরিত্রে পাওয়া যাবে অভিজ্ঞতা, মমতা আর প্রজ্ঞার এক সুন্দর মিশ্রণ।

অন্যদিকে, কোয়েল মল্লিক এখানে অভিনয় করেছেন এক সাহসী ও আত্মনির্ভর তরুণীর ভূমিকায়, যিনি নিজের ন্যায়ের পক্ষে দাঁড়াতে পিছপা হন না। ছবিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তীসহ বাংলা চলচ্চিত্রের একঝাঁক গুণী শিল্পী।

পরিচালক অন্নপূর্ণা বসু জানিয়েছেন, “স্বার্থপর” শুধুমাত্র আদালতের লড়াই নয়—এটি এক আবেগঘন পারিবারিক গল্প, যেখানে আত্মীয়তার বন্ধন, বিশ্বাস ও ভালোবাসা নতুন করে অন্বেষণ করা হয়েছে। ছবির সংলাপ, দৃশ্য বিন্যাস ও পারফরম্যান্সের মাধ্যমে দর্শক পাবেন পুরনো বাংলা সিনেমার মাধুর্য, সঙ্গে আধুনিক কোর্টরুম ড্রামার নতুন স্বাদ।

রঞ্জিত মল্লিক দীর্ঘদিন পর আবারও মূল ভূমিকায় ফিরছেন — যা তাঁর ভক্তদের জন্য বড় আনন্দের খবর। বর্তমান বাংলা সিনেমার অবস্থান সম্পর্কে তার কাছে জানতে চাইলে আফসোস নিয়ে তিনি বললেন, “এখন অনেক বাংলা ছবি তৈরি হচ্ছে। ভাল ব্যবসাও করছে। কিন্তু সেই সব ছবিতে বাঙালিয়ানা কোথায়? ‘স্বার্থপর’ ছবিটি অনেক দিন পর সেই স্বাদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার সময়ে যে ধরনের বাংলা ছবি হত।

বাঙালির অন্দরমহলের নিটোল গল্প থাকত সেখানে।” সেই জন্যই এই ছবিতে রাজি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। সঙ্গে এও জানালেন, এ ছবির গল্প যে খুব অজানা, তেমনটা নয়। কিন্তু ভাই-বোনের আইনি ঝঞ্ঝাট পর্দায় এর আগে সে ভাবে দেখানো হয়নি।

স্বার্থপর দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী। চলচ্চিত্রপ্রেমীদেরও প্রত্যাশা, “স্বার্থপর” বাংলা সিনেমায় পারিবারিক গল্পের আবহ ফিরিয়ে আনবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট