মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দিওয়ালির আগেই ‘ধুরন্ধর’ এর দ্বিতীয় ঝলক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম
ধুরন্ধর
ধুরন্ধর

১৫ অক্টোবর আসছে ‘যোগি’ গানের দ্রুত গতির নতুন সংস্করণ। ‘ধুরন্ধর’ ছবির দ্বিতীয় ঝলক যা ‘যোগি’ অর্থাৎ ‘না দে দিল পরদেশী নু’ গানটির একটি ভিন্ন সংস্করণ ১৫ অক্টোবর ডিজিটালি প্রকাশিত হবে। এর উদ্দেশ্য ছবির উন্মাদনা আরও বাড়ানো এবং এটি যে ৫ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে সেই বিষয়টি স্পষ্ট করা।

ছবিটি সময়মতো মুক্তি পাবে না বলে কিছু জল্পনা ছিল। এই গানের প্রোমোটি সেই গুজবগুলো উড়িয়ে দেবে, কারণ এতে মুক্তির তারিখ হিসেবে ৫ ডিসেম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সেই সঙ্গে এটি ছবি সম্পর্কে আরও কিছুটা ধারণা দেওয়ায় উত্তেজনাও বাড়িয়ে দেবে।

এর আগে একটি সূত্র জানিয়েছিল- প্রথম ঝলকটিতে ‘যোগি’ গানটির একটি সংস্করণ ছিল। পরবর্তী ঝলকটিতেও গানটির আরেকটি নতুন করে তৈরি করা সংস্করণ থাকবে। তবে এটি হবে আরও দ্রুত গতির এবং ভিজ্যুয়ালগুলোও সেই অনুযায়ী কাটা হয়েছে। এবারও কোনো সংলাপ থাকছে না। নির্মাতাদের ভাবনাটা সহজ প্রথম ঝলকের মোমেন্টাম ধরে রাখা, কিন্তু একই সঙ্গে ছবি সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ না করা।

এছাড়াও খবর রয়েছে এই দ্বিতীয় ঝলকটি দিওয়ালিতে মুক্তি পেতে যাওয়া বড় ছবি যেমন ‘থাম্মা’ এবং ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ এর সঙ্গে সিনেমা হলগুলোতেও দেখানো হতে পারে। সূত্রটি জানিয়েছে এই বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

‘ধুরন্ধর’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। এছাড়াও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপালসহ আরো অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট