
		ইতিমধ্যেই 'সাইয়ারা' জুটির প্রেমের গুঞ্জন নিয়ে সাড়া পড়ে ছিল নেটপাড়ায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে অনীত পাড্ডার সঙ্গে আহান একান্ত মুহূর্তের ছবি শেয়ার করেছে। তাতে নতুন করে আবার প্রশ্ন উঠছে, পর্দায় আহান পাণ্ডে ও অনীত পড্ডার রোমান্টিক সমীকরণ যে মুগ্ধতা ছড়িয়েছে, বাস্তবেও কি তার রেশ রয়েছে?
সোমবার (১৩ অক্টোবর) ২৩ বছরে পা দিলেন অনীত। জন্মদিন উপলক্ষে একান্ত মুহূর্তের ছবি শেয়ার করে নিলেন তারা। আহানের শেয়ার করা ছবিগুলো ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র কনসার্টের। চলতি বছরের শুরুতে ভারতের মুম্বাইয়ে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে বোঝা যাচ্ছে সাইয়ারা জুটি একসঙ্গে উপভোগ করেছেন কোল্ডপ্লের এই কনসার্ট।
ইনস্টার ছবিটিতে দেখা যায়, আহান চোখ বুজে কনসার্ট উপভোগ করছেন। তার মাথার সাথে নিজের মাথা লাগিয়ে রেখেছেন অনীত। তার চোখেমুখে উল্লাসের ছাপ। আরেকটি ছবিতে দেখা যায় অনীত ‘ফায়ার শো’ দেখে বেশ আনন্দ প্রকাশ করছেন। আরেকটি ক্লিপে নিজেদের এলইডি রিস্টব্যান্ড দোলাচ্ছেন তারা।
‘সাইয়ারা’ মুক্তি পাওয়ার বেশ আগেই হয়েছিল এই অনুষ্ঠান। তাই অনুরাগীদের ধারাণা, ছবির শুটিং থেকেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। যদিও তারা দুজনেই এই সম্পর্ক নিয়ে কখনই মুখ খুলেননি। তবে কাজের বাইরেও দুজনকেই ঘনঘন বিভিন্ন স্থানে দেখা যায়। এদিকে ভক্তরা ইতিমধ্যে এই জুটিকে আগামী প্রজন্মের ‘সেরা বলিউড জুটি’ বলে অ্যাখ্যা দিয়েছেন।
এর আগে মুম্বাইয়ের এক শপিং মলে দেখা গেছে এ জুটিকে। দুজনের মুখেই ছিল মাস্ক। একটি শোরুম থেকে একসঙ্গে বের হওয়ার সময় আহান অনীতের দিকে হাত বাড়িয়ে দেন, যেন ধরতে বলছেন; তবে অনীত হালকা হাসি দিয়ে তা এড়িয়ে যান। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তবে ঐশ্বরিয়া-অভিষেক, রণবীর-দীপিকা হোক বা সিদ্ধার্থ-কিয়ারা, পর্দার রোমান্সের ফাঁকে কখন যে তা বাস্তবে রূপ নিয়ে নেয় তা বলা দায়। ডেকান ক্রনিকল-এর এক প্রতিবেদনে ‘সাইয়ারা’র প্রযোজক আদিত্য চোপড়ার ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আহান ও অনিত বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছে এবং ইচ্ছা করেই সম্পর্কটি গোপন রাখছেন। সূত্রের দাবি, ‘বিনোদন জগতে এটি অন্যতম সুন্দর প্রেমের গল্প। শুটিংয়ের সময় অনিতের সরলতা ও সংবেদনশীলতা আহানকে আকৃষ্ট করে। ধীরে ধীরে বন্ধুত্ব গভীর প্রেমে পরিণত হয়। এখন ওরা একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে রয়েছে।’
উল্লেখ্য, ‘সাইয়ারা’ ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫০০ কোটি রুপির বেশি। ছবির সাফল্য নবাগত দুই তারকা আহান পান্ডে ও অনীত পড্ডাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। ছবির দুই নবাগত আহান ও অনীতকে নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চাও হচ্ছে।
মন্তব্য করুন