
অভিনেতা আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা, সঙ্গীত পরিচালক শচীন সাঙ্ঘভি ও জিগার সারাইয়া (শচীন-জিগার), গায়িকা দিব্যা কুমার ও জ্যাসমিন স্যান্ডলাস, প্রযোজক অমর কৌশিক এবং পরিচালক আদিত্য সরপোতদার ‘থাম্মা’ সিনেমার ‘পয়জন বেবি’ গানটির প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন। এই গানে অভিনয় করা মালাইকা অরোরা দ্রুত সময়ের জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গান প্রকাশ অনুষ্ঠানে নির্মাতারা সিনেমার সমস্ত গান সরাসরি পরিবেশন করেন এবং সেগুলোর নেপথ্যের তথ্য জানান। যখন ‘তুম মেরে না হুয়ে’ গানটির পালা আসে, রাশমিকা মান্দানা বলেন- ‘শচীন-জিগার বলেন সংগীত শূন্য থেকে আসে। কিন্তু একজন শিল্পী হিসেবে আমার জন্য ‘তুম মেরে না হুয়ে’ গানটি সত্যিই আক্ষরিক অর্থে শূন্য থেকে এসেছিল’। তিনি জানান- একদিন অমর স্যার, আদিত্য স্যার এবং দীনেশ স্যার (প্রযোজক দীনেশ ভিজান) সেটে বসে সিদ্ধান্ত নেন, ‘আমরা একটি গানের শুটিং করি না কেন’? রাশমিকা তৎক্ষণাৎ রাজি হলেও হাসতে হাসতে যোগ করেন, ‘আমি জানতাম না কিসের মধ্যে যাচ্ছি’।
রাশমিকা আরও জানান- ‘আমি সবেমাত্র একটি ফ্র্যাকচার থেকে সেরে উঠেছিলাম, যা প্রায় তিন মাস ছিল। তারা আমাকে ‘তুম মেরে না হুয়ে’ সম্পর্কে বলেন এবং জানান যে এটি এমন একটি গান যার জন্য তারা ভিডিও শুট করতে চান। আমি ভাবলাম ঠিক আছে, কিন্তু এই গানের সঙ্গে আমি কীভাবে নাচব? কারণ এটি একটি হৃদয়ভঙ্গের গান কিন্তু মজার বিষয় হলো এমন একটি গানের জন্য তারা এমন নাচের ব্যবস্থা করেছিলেন।
‘থাম্মা’ সিনেমাটি আগামী ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মন্তব্য করুন