
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্পকার হুমায়ূন আহমেদ। তার অনেক গল্প-উপন্যাস নিয়েই হয়েছে নাটক, সিনেমা; যার মধ্যে বেশিরভাগ তিনি নিজেই পরিচালনা করে গেছেন। সেগুলো কালজয়ী হিসেবে জায়গা করে নিয়েছে। এবার তার দারুণ জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সেখানে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দেশের নন্দিত দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এছাড়াও দেখা যাবে সাবিলা নূর, শরীফুল রাজসহ একঝাঁক তারকাকে। ছবিতে চিত্রা চরিত্রে সাবিলাকে দেখা যাবে বলে জানা গেছে।
এদেশের দর্শকের জন্য বিশেষ এই চমকটি নিয়ে আসছেন তরুণ পরিচালক তানিম নূর। এর আগে ওয়েব ও টেলিভিশনে গল্প বলার অভিনব ধারা তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেইসঙ্গে ‘উৎসব’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রেখেই পেয়েছেন প্রশংসা ও ব্যবসায়িক সাফল্য। আশা করা যাচ্ছে, নিজের দ্বিতীয় ছবিতেও বাজিমাত করবেন তিনি।
তানিম নূর অবশ্য সিনেমাটির ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না। কেবল বললেন পরিকল্পনা চলছে নতুন সিনেমা নিয়ে।
এদিকে কিছু ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ থেকে একই নামে সিনেমাটি নির্মিত হবে। লেখকের দুই পরিবার থেকেই গল্পটি নিয়ে কাজ করার জন্য গ্রিন সিগনাল দিয়েছে। আসছে ডিসেম্বরে শুরু হবে এর দৃশ্যায়ন। সিনেমাটি আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ছবিটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।
মন্তব্য করুন