
দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। গ্রামের সহজ-সরল জীবন-যাত্রার ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিলেন রিপন। বলা হয়ে থাকে দেশের একমাত্র জিরো-হেটার্স কণ্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। কিন্তু এবার তার বিরুদ্ধে বেরিয়ে আসলো ভয়ংসব সব অভিযোগ। নিজের স্ক্রীকে বড় ভাইয়ের বউ বলে পরিচয় দেয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে।
শুধু তাই নয়, আপন বাবা-মাকে ঠিকমতো দেখাশোনা না করার অভিযোগ তার বিরুদ্ধে। রিপন মিয়ার মা-বাবাই এমনটাই জানাচ্ছেন। যদিও জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর সব অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ বলছেন বাঙালির আবেগে পানি ঢেলে দিয়েছেন রিপন মিয়া।
জনপ্রিয়তার ভিড়ে তিনি ভুলে যাচ্ছেন নিজের শিকড়, এমনই অভিযোগ করেছেন তার মা-বাবা। মঙ্গলবার (১৪ সেপ্টম্বের) দেশের বেসরকারি একটি টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, জনপ্রিয়তার পর রিপন মিয়া এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতে লজ্জা পান। তার মা বলেন, “খুব কষ্ট করে মানুষ করেছি, কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, হয়তো ভাবছে, আমাদের পরিচয় দিলে মান-সম্মান থাকবে না।
রিপনের পরিবারের অভিযোগ, পুরনো ভাঙা ঘর ছেড়ে তিনি এখন আলাদা পাকা বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে থাকেন, কিন্তু বাবা-মায়ের কোনো খোঁজ রাখেন না কিংবা ভরণপোষণ দেন না।
অন্যদিকে, রিপন মিয়া প্রচারিত প্রতিবেদনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে বড় ভাইয়ের স্ত্রী। তিনি দাবি করেন, “ওটা ভাবি লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন?”
তবে তার মায়ের বক্তব্য ভিন্ন। তিনি জানান, রিপনের বিয়ে তারাই দিয়েছেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
যদিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রিপন মিয়া অভিযোগ করেন, সাংবাদিকরা অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করে পরিবারের ভিডিও ধারণ করেছেন। তার পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়।
রিপনের বাবা আক্ষেপ করে বলেন, “ছেলে এখন ভিডিও বানায়, কিন্তু আমি দেখি না। ভরণপোষণ দেয় না, তবে মাঝে মাঝে খোঁজ নেয়।”
রিপন মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগের পর নানা রকম মন্তব্যে ভরে যাচ্ছে নেটদুনিয়া। কেউ বলছেন, আমরা বাঙালিরা সবসময় ধোকাই খাই। পুরা জাতি রিপন মিয়ার পাশে দাঁড়ালো। আর এই সংবাদ দেখে অবাক হয়ে গেলাম।
মন্তব্য করুন